হুমকি পেয়ে সুমাইয়ার জিডি, মনোবিদের কাছে সাবিনা-সানজিদারা

জাপানিজ বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া সাম্প্রতিক সময়ে হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছিলেন। এর প্রেক্ষিতে আজ (বুধবার) বিকেলে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি।
সুমাইয়ার হুমকির প্রেক্ষিতে বাফুফে ব্যবস্থা নেবে এই মর্মে গতকাল বিবৃতি দিয়েছিল। যদিও এখনও কোনো আইনি পদক্ষেপ নেয়নি বাফুফে। আজ মতিঝিল থানায় সুমাইয়া নিজে উপস্থিতি থেকে জিডি করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের মিডিয়া বিভাগের এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমীও। ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে অবস্থান নিয়েছেন ১৮ নারী ফুটবলার। এরপর থেকে সামাজিক মাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছেন তারা। এতে সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি ফুটবলাররা মানসিক ট্রমায়ও ভুগছেন। এজন্য আজ বাফুফে মেহরিন মোস্তফা নামের একজন মনোবিদকে ফেডারেশনে এনেছিল। সাবিনা, কৃষ্ণা, সুমাইয়া ও সানজিদা এই চার জনের সঙ্গে কথা বলেছেন মনোবিদ।
আরও পড়ুন
মনোবিদ মেহরিন মোস্তফা ৪ ফুটবলারকে সামাজিক মাধ্যম এড়িয়ে চলার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় থাকারও পরামর্শ দিয়েছেন। নারী ফুটবলাররা বাফুফের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। মনোবিদ মূলত ১৮ জন বিদ্রোহী ফুটবলারের সঙ্গে আলোচনা করবেন আগে। এরপর অন্য ফুটবলারদের সঙ্গেও বসতে পারেন।
এজেড/এএইচএস