ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় বরিশাল

টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে সেটা এখনো নিশ্চিত হয়নি। দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়ছে চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দল বরিশালের বিপক্ষে ফাইনালে খেলবে।
গেল সোমবার এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে খুলনা। আজকের ম্যাচে চিটাগাংককে হারাতে পারলে ফাইনাল নিশ্চিত হবে দলটির।
আগেই ফাইনাল নিশ্চিত করা বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ফাইনালের প্রতিপক্ষ নিয়ে বলেন, 'প্রতিপক্ষ হিসেবে যে কেউই খেলতে পারে। আমি যদি বলি একে চাই, ওকে চাই তাহলে অন্য একটা দলকে ছোট করা হবে।'
এদিকে নাজমুল হোসেন শান্তর একাদশে না খাকা নিয়ে বাবুল বলেন, 'শান্ত আমাদের দলে ছিল। আমরা তাকে খেলিয়েছি শুরুর দিকে। হয়তো সে রান করতে পারেনি। আমাদের দলে অনেক খেলোয়াড় আছে যারা একটা ম্যাচও খেলেনি।'
অবশ্য শান্তর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই বাবুলের। তিনি বলেন, 'শান্ত যে ধরনের খেলোয়াড় সে যে কোনো সময় ফিরে আসবে। সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে অধিনায়কত্ব করবে। সেখানে একজন ব্যাটার হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে শান্ত, এমনটাই আমি আশা করি।'
আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
এসএইচ/এইচজেএস