রিয়াল তারকাকে বিশ্বরেকর্ড মূল্যের প্রস্তাব নেইমারের সাবেক ক্লাবের

কয়েকদিন আগে আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পর গতকাল (শুক্রবার) ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। ফলে তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণে অন্য কোনো তারকাকে পেতে মরিয়া সৌদি আরবের ক্লাবটি। সেলক্ষ্যে এবার চোখ কপালে তুলে দেওয়ার মতো এক প্রস্তাব দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েসকে। যদিও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিঙ্গাতো’। তাদের দাবি– রদ্রিগোকে ৩০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রা প্রায় ৩৭৯৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে আল-হিলাল। সে অনুসারে এক মৌসুমে তার মূল্য দাঁড়াবে– ১৪০ মিলিয়ন ইউরো। যা রীতিমতো অবিশ্বাস্য। ওই মূল্যে রদ্রিগো সৌদিতে গেলে সেটি হবে বিশ্বরেকর্ড। তবে রিয়াল মাদ্রিদ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য দেওয়া প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে।
গত সপ্তাহে আল-হিলাল ও নেইমার যৌথভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন। যদিও আগামী জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ছিল এই সেলেসাও সুপারস্টারের। এদিকে, নেইমারের জায়গা অন্য কোনো তারকা ফরোয়ার্ডকে নিয়ে পূরণের পথে নেমেছে আল-হিলাল। যদিও এবার তাদের নিশানায় থাকা রদ্রিগো বিশ্বফুটবলে অতটা বড় মুখ নন। রিয়াল মাদ্রিদে আলোর প্রায় পুরোটা কেড়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম কিংবা কিলিয়ান এমবাপেরা। তা সত্ত্বেও ব্যক্তিগত নৈপুণ্যে কোনো কোনো দিন নিজের করে নেন রদ্রিগো।
গত কয়েক সপ্তাহে দুর্দান্ত ফর্মে আছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগের শেষ দুটি ম্যাচে ৪ এবং লা লিগার শেষ ৫ ম্যাচে ৮টি গোলে (গোল ও অ্যাসিস্ট) অবদান ছিল তার। ফলে তারকায় ঠাসা দলেও রদ্রিগো যে সুযোগ কাজে লাগাতে হাতছাড়া করেন না তারই ইঙ্গিত মিলেছে। সম্ভবত সে কারণে রিয়াল তারকায় নজর পড়েছে সৌদি ক্লাব আল-হিলালের।
এর আগে ভিনিসিয়ুসও এমন বড় অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন। শিষ্যদের পাওয়া এসব প্রস্তাব নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘খেলোয়াড়দের ভবিষ্যৎ সম্পর্কে বলা আমার পক্ষে কঠিন। কারণ এসব তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। আমি চাই এখানে কেউ থাকলে সে যেন খুশিমনে থাকে। একজন আলাদাভাবে কী ভাবছে সেটা বোঝা কঠিন। আমার নিজেরই ভবিষ্যৎ বলা কঠিন, অন্যদেরটা ভাবুন এবার। তবে আমি এতটুকু জানি যে, এমন অনেকেই আছে যারা এখানে খেলতে চায়, যা কেউ কল্পনাও করতে পারবে না।’
আরও পড়ুন
এর আগে রিয়ালের আরেক তারকা ভিনিসিয়ুসের জন্য ৫ বছরে ১ বিলিয়ন ডলারের বিশাল এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল সৌদি ক্লাব আল-আহলি। শুধু ফুটবলেই না, ভিনিসিয়ুসকে আর্থিক-সামাজিক আরও বিভিন্ন দিক থেকেই লোভনীয় সব প্রস্তাবনা দিয়ে রেখেছে ক্লাবটি। ৫ বছরের এই চুক্তিতে রিয়ালের বর্তমান বেতনের তুলনায় ১৩ গুণ বেশি বেতন পেতেন ভিনি। যা ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান ২০০ মিলিয়ন ইউরো। তবে সেটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। শোনা যাচ্ছে, আগামী জুন নাগাদ আবারও বড় প্রস্তাব দেওয়া হতে পারে এই রিয়াল তারকার জন্য।
এএইচএস