দুই বিদেশি নিয়ে ফিল্ডিংয়ে রাজশাহী

পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর গত ম্যাচটি বর্জন করেছিল দলটির বিদেশি ক্রিকেটাররা। তবে আজকের ম্যাচের আগে সেই সমস্যার সমাধান করতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটের বিপক্ষে দুই বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামছে রাজশাহী।
বিজ্ঞাপন
মিরপুরে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রজাশাহী। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
গত ম্যাচে কোনো বিদেশি ছাড়াই খেলেছিল রাজশাহী। তাই আজকের ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনতে হয়েছে তাদের। দলে ফিরেছেন দুই বিদেশি তারকা রায়ান বার্ল ও আফতাব আলম।
বিজ্ঞাপন
সিলেট স্ট্রাইকার্স: কাদিম আলেইন, সাজ্জাদুল হক, আরিফুল হক (অধিনায়ক), জাকির হাসান, জাকের আলী, সামিউল্লাহ শিনওয়ারি, আহসান ভাট্টি, তানজিম হাসান সাকিব, সুমন খান, রুয়েল মিয়া, জন-রাস জাগেসার।
দুর্বার রাজশাহী: জিশান আলম, সাব্বির হোসেন, আনামুল হক, রায়ান বার্ল, ইয়াসির আলী, আকবর আলী, এসএম মেহেরব, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ (অধিনায়ক), মৃত্যুঞ্জয় চৌধুরী, আফতাব আলম।
এইচজেএস