ম্যাচ ৪৫, গোল ১৩৫; কার্ড ১৮৩

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগ শেষ হয়েছে গতকাল। দশটি দল নয়টি করে ম্যাচ খেলেছে। এই পর্বে মোট ৪৫ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪৫ ম্যাচে মোট গোলের সংখ্যা ১৩৫ আর কার্ড ১৮৩ টি।
১৩৫ গোলের মধ্যে মাত্র তিনটি গোল আত্মঘাতী। ১৩২ গোলের মধ্যে সবচেয়ে বেশি ২৭ গোল দিয়েছে বসুন্ধরা কিংস। তারা গোলের হিসেবে এগিয়ে থাকলেও ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। গোল হজমের দিক থেকে সবচেয়ে সফল দল আবাহনী। তাদের জালে বল গিয়েছে মাত্র ১ বার। অন্য দিকে চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল এই তিন দলের জালেই বল প্রবেশ করেছে ৭৮ বার। এই তিন দল গড়ে প্রতি ম্যাচে তিনটি করে গোল হজম করেছে। প্রথম লেগে ম্যাচ প্রতি গোল গড় পুরোপুরি ৩।
গোলের খেলা ফুটবলে প্রথম লেগ শেষে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ১১ গোল করে সবার শীর্ষে। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে এক ম্যাচেই তিনি ডাবল হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের পেশাদার ফুটবল লিগে এটি দ্বিতীয় ঘটনা। লিগে ৭ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা যুগ্মভাবে ব্রাদার্স ইউনিয়নের বিদেশি ফুটবলার চিক সেনে ও বাংলাদেশ পুলিশের আল আমিন। আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা প্রথম পর্বের সেরা পারফরমারদের একজন। তিনি লিগের আট ম্যাচ খেলে মাত্র একটি গোল হজম করেছেন।
ঢাকা মোহামেডান ৯ ম্যাচে ২৪ পয়েন্টে টেবিলের শীর্ষে। কার্ড প্রাপ্তিতেও তারা সবার চেয়ে এগিয়ে। সাদা-কালো ফুটবলাররা ২৪ বার হলুদ ও দুই বার লাল কার্ড দেখেছেন। ম্যাচ প্রতি তাদের কার্ড সংখ্যা প্রায় তিন। প্রথম পর্বে হলুদ, লাল ও মোট সংখ্যা মিলিয়ে মোহামেডানই সর্বোচ্চ কার্ডের হিসেবে।
৪৫ ম্যাচে ফুটবলাররা হলুদ কার্ড ১৭১ ও লাল কার্ড দেখেছেন ৬ বার। অফিসিয়ালরা চার বার হলুদ ও দুই বার লাল কার্ড। সব মিলিয়ে প্রথম পর্বে কার্ডের সংখ্যা ১৮৩। ম্যাচ প্রতি কার্ডের সংখ্যা চারের বেশি। ডিসিপ্লিনারি ক্ষেত্রে রহমতগঞ্জ সবার চেয়ে এগিয়ে। তাদের ফুটবলারদের ১১ বার ও অফিসিয়াল একবার হলুদ কার্ড দেখিয়েছে। প্রথম পর্বে ১২ সর্বনিম্ন কার্ড প্রাপ্ত দল।
প্রথম পর্বের ৪৫ ম্যাচের মধ্যে সর্বোচ্চ চার বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এরপর তিন বার দ্বিতীয় সর্বোচ্চ হয়েছেন যথাক্রমে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং, আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা,পুলিশের ফরোয়ার্ড আল আমিন ও কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল ফেরেইরা।
১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মধ্যবর্তী দলবদল। এই দলবদলের সময়ে এবারই প্রথম বাংলাদেশে লিগ ম্যাচ চলবে। ১৬-১৭ ও ২১-২২ এই চার দিন দ্বিতীয় লেগের দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এই দুই রাউন্ডের জন্য ক্লাবগুলোকে ১০ ফেব্রুয়ারির মধ্যে খেলোয়াড় তালিকা দিতে হবে।
পেশাদার লিগে মোহামেডান এবারই প্রথম পয়েন্টে টেবিলে এককভাবে শীর্ষ স্থানে রয়েছে। সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী মোহামেডানের চেয়ে চার পয়েন্ট কমে ২০ পয়েন্টে দ্বিতীয় স্থানে। টানা পাঁচ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে। এই তিন দলের মধ্যেই মূলত শিরোপার লড়াই চলবে।
দশ দলের লিগে রেলিগেশশন দু’টি। চট্টগ্রাম আবাহনী তিন পয়েন্ট নিয়ে সবার নিচে, ঢাকা ওয়ান্ডারার্স এক পয়েন্ট বেশি নিয়েও রেলিগেশন জোনে। তিন জয়ে নয় পয়েন্টে ফকিরেরপুল খানিকটা স্বস্তিজনক অবস্থানে। চলমান ঘরোয়া ফুটবল লিগে এবার সমালোচনায় ছিল খেলার অনুপযোগী মাঠ ও সম্প্রচার মান নিয়ে। রেফারিং নিয়ে খুব বেশি অভিযোগ প্রথম পর্বে উঠেনি।
এজেড/এইচজেএস