বিশ্বকাপে উঠানো কোচ সাক্ষাৎকার দিলেন না ফেডারেশনে
![বিশ্বকাপে উঠানো কোচ সাক্ষাৎকার দিলেন না ফেডারেশনে](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/shuvo-20250126193217.jpg)
এপ্রিলে এএইচএফ কাপ টুর্নামেন্ট রয়েছে। সিনিয়র জাতীয় দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে হকি ফেডারেশন দেশীয় কোচদের সাক্ষাৎকার গ্রহণ করছে। আজ সাক্ষাতের সূচি ছিল অ-২০ হকি দলকে বিশ্বকাপে উঠানো কোচ মওদুদুর রহমান শুভ’র। তিনি ফেডারেশনের নির্ধারিত সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করেননি।
বিজ্ঞাপন
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজ (অব) শুভ’র অনুপস্থিতি নিয়ে বলেন, ‘ব্যক্তিগত কারণে সে সাক্ষাৎকার প্রদান করেনি।’ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় শুভ বিকেএসপির হকি প্রশিক্ষক। বিকেএসপির পাশাপাশি সিনিয়র দলে সহকারী কোচ ও জুনিয়র দলে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার অধীনে বাংলাদেশ অ-২০ দল যুব বিশ্বকাপে প্রথম বারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই দলের কোচ সিনিয়র দলে সাক্ষাৎকার প্রদানে আগ্রহ দেখাননি। যিনি ২০১৮ সালে মালয়েশিয়ান কোচ গোপীনাথানের সঙ্গে সিনিয়র দলে সহকারীর দায়িত্বে ছিলেন। ছয় বছর পর আবার সিনিয়র দলের কাজের সুযোগ আসলেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে যেন এড়িয়ে গেলেন।
বিজ্ঞাপন
শুভ আজ সাক্ষাৎকার না দিলেও আরও দুই জন কোচ ফেডারেশন কর্তাদের মুখোমুখি হয়েছিলেন। বিগত কয়েকদিনের মধ্যে আশিকুজ্জামান, হেদায়েতুল ইসলাম রাজীব, মশিউর রহমান বিপ্লবসহ আরও কয়েকজন কোচ সাক্ষাৎকার দিয়েছেন। হকি অঙ্গনে গুঞ্জন সাবেক হকি তারকা ও কোচ মামুনুর রশীদকে জাতীয় দলের হেড কোচ নিয়োগ দেবে ফেডারেশন। বাকি কোচদের সাক্ষাৎকার গ্রহণ আনুষ্ঠানিকতা।
এই প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য,‘গুঞ্জন তো গুঞ্জনই। কোচের বিষয়ে এই সপ্তাহের শেষে সভা হতে পারে। সেই সভায় কমিটি সবার সাক্ষাৎকার, যোগ্যতা পর্যালোচনা করেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করবে।’
বিজ্ঞাপন
এএইচএফ কাপে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্ট মূলত এশিয়ান কাপের বাছাই। এপ্রিলে এই টুর্নামেন্টের পর বাংলাদেশ সিনিয়র হকি দলের সামনে এশিয়ান কাপের মূল অ্যাসাইনমেন্ট। পাশাপাশি বছরের শেষভাগে রয়েছে যুব বিশ্বকাপ হকি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে ফেডারেশন সেক্রেটারি বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে যুব বিশ্বকাপের জন্য জুলাই থেকে ক্যাম্প শুরু করা।’
এজেড/এফআই