বিপিএল ছাড়লেন আরও এক বিদেশি তারকা
![বিপিএল ছাড়লেন আরও এক বিদেশি তারকা](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/reece-topley-ss-bpl-20250126124439.jpg)
বিপিএলের সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি ইনজুরি সমস্যায় জর্জরিত। নতুন করে তারা ইংল্যান্ডের পেসার রিস টপলিকে হারিয়েছে। ফলে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই এই ইংলিশ পেসার গতকাল নিজ দেশে ফিরে গেছেন। সিলেট ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, ডান পায়ের হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন টপলি।
বিজ্ঞাপন
এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের এই সমস্যার কারণে কুঁচকিতেও ব্যথা আছে বাঁ-হাতি এই পেসারের। যার জন্য চোট পুনর্বাসনের পাশাপাশি আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে। যদিও এবারের আসরে খুব একটা ভালো করতে পারেননি টপলি। ৭ ম্যাচে ৯.৭৫ ইকোনমিতে তিনি ৪ উইকেট নিয়েছেন। এর আগে বিপিএল ছেড়েছিলেন সিলেটের আরেক ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল ইনজুরির কারণে।
দলে ইনজুরির হানা প্রসঙ্গে এর আগে সিলেটের অধিনায়ক আরিফুল হক বলেছিলেন, ‘আমাদের উইকেটকিপার চারজন। ৪ কিপার থাকার পরও রনিকে কিপিং করতে হচ্ছে। কারণ জাকের আলি অনিকের ব্যাকে (পিঠে), জাকির হাসানের হাঁটু এবং জর্জ মুনসির আঙুলে চোট। ওরা কেউ কিপিং করতে পারছে না। বিষয়টা এমন যে, এখন রনিকে দিয়ে আমাদের কিপিং করাতে হচ্ছে।’
বিজ্ঞাপন
Reece Topley will be leaving tonight due to a hyperextension injury to his right knee, accompanied by high hamstring...
Posted by Sylhet Strikers on Saturday, January 25, 2025
সবমিলিয়ে ইনজুরির সমস্যায় নিজেদের দুর্ভাগা দাবি করলেন আরিফুল, ‘দুর্ভাগা তো মনে হচ্ছেই। রাহকিমের পুরো মৌসুম খেলার কথা ছিল। সেও এসে চোট পেয়ে চলে গেল। এখন দলের সবাই মনে হয় ইনজুরড। ব্যাক-আপ ক্রিকেটার বলতে কেউ নেই। ভাঙাচোরা দল নিয়েই খেলতে হচ্ছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রসঙ্গত, বিপিএলের চলমান একাদশ আসরে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ২টিতে। ফলে ৪ পয়েন্ট পাওয়া দলটির প্লে-অফ খেলা একপ্রকার অনিশ্চিতই। বাকি ৩টি ম্যাচ জিতলেও তাদের কষতে হবে যদি-কিন্তুর হিসাব!
এসএইচ/এএইচএস