বড় জয় কিংসের, পৃথক ম্যাচে রহমতগঞ্জের হার

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চলতি লিগে কিংসের পথচলা মসৃণ নয়। যদিও আজ (শুক্রবার) লিগের প্রথম লেগের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে কিংস। ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৫-০ গোলে।
ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচটিতে কিংস সূচনা করে জোনাথনের গোলে। ১৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ডিফেন্ডার হলেও তপু বর্মণ চলতি লিগে প্রায় নিয়মিতই গোল করছেন। ৩৮ মিনিটে তপু বর্মণের গোলে তৃতীয় দফায় লিড নেয় কিংস। দুই দল বিরতিতে যায় ৩-০ স্কোরলাইনে।
৬৬ মিনিটে রাকিব ও ৭৫ মিনিটে আরেক ব্রাজিলিয়ান মিগুয়েল গোল করলে ৫-০ ব্যবধানে বড় জয় পায় কিংস। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস টেবিলের তৃতীয় স্থানে উঠে আসলো। মোহামেডানের সঙ্গে তাদের ব্যবধান ৭। সমান ম্যাচে ওয়ান্ডারার্সের পয়েন্ট মাত্র ৪।
এদিকে, পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এখনও হারের বৃত্তে। টানা তিন ম্যাচে হারল পুরান ঢাকার ক্লাবটি। আবাহনী ও মোহামেডানের পর এবার বাংলাদেশ পুলিশের বিপক্ষেও হার দেখল তারা। ওশির গোলে ২৫ মিনিটে লিড নেয় রহমতগঞ্জ। সাত মিনিট পর ম্যাচে সমতা আনেন পুলিশের আল-আমিন। ৬৮ মিনিটে তিনি আবারও গোল করলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পুলিশ। ৯ ম্যাচে পুলিশ ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ আর রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।
এজেড/এএইচএস