চোটে ছিটকে গিয়েও দুয়ো শুনলেন জোকোভিচ, প্রতিদ্বন্দ্বীর প্রতিবাদ

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল যত ঘনিয়ে আসছে, তত বিদায় ঘটছে একের পর এক তারকার। বর্তমানে পুরুষদের বিশ্ব টেনিসে সবচেয়ে বড় মুখ নোভাক জোকোভিচও সেমিফাইনালের মাঝপথেই ছিটকে গেছেন। জার্মান তারকা আলেকজান্ডার জাভরেভের বিপক্ষে প্রথম সেট শেষেই চোটের কারণে নিজেকে সরিয়ে নিলেন ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতা সার্বিয়ান তারকা। পরে কোর্ট ছাড়ার সময় জোকোভিচের উদ্দেশ্যে দুয়োধ্বনি দিয়েছে অস্ট্রেলিয়ান দর্শকরা।
এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে ১০ বার শিরোপা জেতা এই টেনিস কিংবদন্তির জন্য এবারের আসরও অনাকাঙ্ক্ষিত কারণে স্মরণীয় হয়ে থাকবে। যিনি এবার চোট নিয়েই খেলছিলেন। আগের ম্যাচেও কোয়ার্টার ফাইনালে যখন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কার্লোস আলকারাজের মুখোমুখি হন, সেই ম্যাচেও চোট নিয়ে ভুগতে দেখা যায় জোকোভিচকে। আজও বাঁ উরুতে স্ট্র্যাপিং করেই তিনি রড লেভার অ্যারেনার কোর্টে হাজির হন। শেষ পর্যন্ত সেই চোট টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে ৩৭ বছরের এই তারকাকে।
জাভরেভের বিপক্ষে নোভাক ম্যাচটি খেলতে নেমেছিলেন ফাইনালে ওঠার লক্ষ্যে। প্রথমে তার মাঝে চোটের ছাপ না দেখা গেলেও, একপর্যায়ে বাঁ পায়ে কিছুটা অস্বস্তি দেখা যায়। জাভরেভের সঙ্গে জোকারের এক ঘণ্টা ২০ মিনিটের প্রথম সেটটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ (৫) ব্যবধানে জিতে নেন জার্মান তারকা। এর পরপরই জোকোভিচ আর খেলা চালিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দেন। প্রতিপক্ষ জাভরেভকে শুভেচ্ছা ও আম্পায়ারের সঙ্গে করমর্দন করে ম্যাচে রিটায়ার্ড করার কথা ঘোষণা করেন তিনি।
— #AusOpen (@AustralianOpen) January 24, 2025
পরবর্তীতে কোর্ট ছাড়ার সময় তাকে দুয়ো দেন মেলবোর্নের গ্যালারিতে থাকা দর্শকদের একটি অংশ। প্রতিপক্ষ হলেও একজন কিংবদন্তির চোটের পর দুয়ো শোনার বিষয়টি মানতে পারেননি প্রতিপক্ষ জাভরেভ। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রথমত আমি বলতে চাই, যখন কোনো খেলোয়াড় চোট নিয়ে বাইরে চলে যায়, দয়া করে তাকে দুয়ো দেবেন না। বুঝতে পারছি সবাই চড়া মূল্যে টিকিট কিনেছেন এবং পাঁচ সেটের লড়াই দেখার আশায় ছিলেন। কিন্তু নোভাক জোকোভিচ এমন একজন, যিনি গত ২০ বছরে টেনিসের জন্য জীবনের সবকিছু দিয়েছে।’
আরও পড়ুন
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ২৭ বছর বয়সী জাভরেভ। তিনি আরও বলেন, ‘অ্যাবডমিনাল টিয়ার নিয়েও তিনি (জেকোভিচ) এই টুর্নামেন্টে জিতেছেন। এখানে ট্রফি জিতেছেন হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও। কিছুটা সম্মান তো তাকে দেখাতে পারেন! যদি তিনি আর ম্যাচটি চালিয়ে নিতে না পারেন, এর মানে সত্যিই তার খেলতে সমস্যা হচ্ছে।’
— #AusOpen (@AustralianOpen) January 24, 2025
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যাওয়ায় ২৫তম গ্র্যান্ডস্ল্যামের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো জোকোভিচের। আরেকটি টাইটেল তাকে টেনিস ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী হিসেবে টেনিস তারকা হিসেবে স্বীকৃতি দেবে। নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার পর জোকোভিচ জানালেন, ‘আমার মাংসপেশির সমস্যা কাটিয়ে খেলার যথাসম্ভব চেষ্টা করেছি। প্রথম সেটের শেষদিকে সেই ব্যথা বাড়তে শুরু করে। যা আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না।’
এএইচএস