প্রথম বিভাগ ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির আলোচনা

সাম্প্রতিক সময়ে ক্রিকেট পাড়ায় আলোচনায় দেশের ক্লাব কর্মকর্তারা। কারণ ক্লাব কাঠামোর গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ক্লাবগুলোর প্রতিনিধি সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব ছিল। যার প্রতিবাদে লিগ বর্জন করছিল ঢাকার ক্লাবগুলো। ফলে এখনো শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
গত শনিবার প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু সেটাও হয়নি। এসব বিষয় নিয়ে গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করেছেন প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররা।
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০ দলের মধ্যে ১৫ দলের অধিনায়ক এবং ক্রিকেটাররা এ আলোচনায় অংশ নেন। যেখানে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে না গড়ানো ইস্যুতে তাদের উৎকণ্ঠার কথা জানিয়েছে বিসিবি সভাপতির কাছে। ফারুক আশ্বাস দিয়েছেন, যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করবে বোর্ড।
এর আগে ঢাকার ৭৬টি ক্লাবের সংগঠকরা বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র বাতিলের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল। যেখানে ছিল আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ বয়কট করার পাশাপাশি গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহ্বায়ক বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগও।
গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এবং স্মারকলিপি দেয়। সেখানে দাবি জানানো হয় গঠনতন্ত্র বাতিলের। এছাড়া ক্লাব কোটায় ১২ জন পরিচালকের পরিবর্তে ১৬ জন পরিচালক করার দাবিও জানান তারা।
এসএইচ/এইচজেএস