চাকরি খুঁজছেন আরচ্যারির কম্পাউন্ড সেরা আশিক, এশিয়া কাপে নতুন মুখ

১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ আরচ্যারি। বাংলাদেশ কম্পাউন্ড ও রিকার্ভ উভয় বিভাগে অংশগ্রহণ করবে। ১৩ জন আরচ্যারের মধ্যে ৬ জনই এবার নতুন মুখ। রিকার্ভ পুরুষ বিভাগে মিশাদ প্রধান, রাকীব মিয়া, নারী বিভাগে সোনালী রায়, কম্পাউন্ডে হিমু বাসার ও নেওয়াজ আহমেদ রাকীব, কম্পাউন্ড নারী বিভাগে খুরশিদ জামান এবারই প্রথম সিনিয়র দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
রিকার্ভ মহিলা বিভাগে দিয়া সিদ্দিকী বাংলাদেশ দলে নিয়মিত মুখই ছিলেন। তিনি আরচ্যারি ছেড়ে বিদেশে যাওয়ায় তার জায়গায় এবার এসেছেন সোনালী রায়। দিয়ার স্বামী রোমান সানা জাতীয় দলের বাইরেই ছিলেন। রিকার্ভ পুরুষ দলে জায়গা পাওয়া বেশ কষ্টসাধ্যই ছিল এবার। 'সাগর ইসলাম সরাসরি অলিম্পিক খেলেছে। সেই সাগর এবার রিকার্ভ দলে চতুর্থ স্থানে। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে জাতীয় দলে জায়গা পাওয়া’, বলেন ফেডারেশনের ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট কমিটির কর্মকর্তা ফারুক ঢালী।
কম্পাউন্ড বিভাগে বাংলাদেশের সেরা আরচ্যার আশিকুজ্জামান। তিনি আজ ন্যাশন্যাল র্যাংকিংয়ে উপস্থিত থাকলেও অংশগ্রহণ করেননি। আন্তর্জাতিক আরচ্যারিতে আর খেলবেন না। ফেডারেশনকে তারা সিদ্ধান্তের বিষয়টি চিঠি দিয়ে আরো আগেই জানিয়েছেন। দিয়া, রোমান, রুবেলের পর আশিকের আরচ্যারি ছেড়ে দেয়ায় মার্টিনের কন্ঠে আক্ষেপ ও পেশাদারিত্ব ফুটল এক সঙ্গেই, 'আরচ্যারদের আরচ্যারি ছেড়ে যাওয়া অবশ্যই কষ্টের। আবার কোচ হিসেবে আমার দায়িত্বও সেই শূন্যস্থান পূরণ করা। নতুনরা ইতোমধ্যে উঠে আসছে। আশা করি এশিয়া কাপ তাদের জন্য দারুণ এক মঞ্চ হবে।'
দিয়া-রোমান যেমন রিকার্ভে সেরা তালিকায় ছিলেন। আশিক-অসীম ছিলেন কম্পাউন্ড সেরা। আশিক অনেক দিন কম্পাউন্ডে বাংলাদেশের এক নম্বর খেলোয়াড় ছিলেন। আগে অসীমে সঙ্গে লড়াই হতো। অসীম কয়েক বছর আগে আরচ্যারি থেকে দূরে থাকায় এই জায়গাটা ছিল আশিকের। আজ র্যাংকিং রাউন্ড পর আশিক নিজের স্থান হারিয়ে খানিকটা আবেগাক্রান্ত, 'অনেক দিন কম্পাউন্ডে প্রথম স্থান আমার ছিল। আমি আপাতত শুধু বাংলাদেশ পুলিশের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলব। একটি স্থায়ী চাকরি খুজছি, স্থায়ী চাকরি পেলে হয়তো সেটাও খেলা হবে না।'
আরচ্যারি জাতীয় দলে খেলে বিদেশ ভ্রমণ ও ফেডারেশনে আবাসন-থাকা, খাওয়ার বন্দোবস্ত হলেও আর্থিক সম্মানী সেভাবে নেই। আবার কোনো সার্ভিসেস সংস্থাতেও চাকরি স্থায়ী হয়নি আশিকের। জাতীয় দলের ক্যাম্পে থাকলে সার্বক্ষণিক অনুশীলন করতে হয়। তাই জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে এখন চাকরি খুজছেন। স্থায়ী চাকরির আগ পর্যন্ত বাংলাদেশ পুলিশের হয়ে আরচ্যারিতে অংশ নেবেন। হলে পরে পেশাদার আরচ্যারি অঙ্গন ছাড়বেন কম্পাউন্ড সেরা আশিক।
রোমান, দিয়া, রুবেল ও অসীম আমেরিকায় স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। আশিকের আপাতত সেই লক্ষ্য নেই, 'আমি আমেরিকা যাব না এটা বলতে পারি নিশ্চিতভাবেই। দেশের মধ্যেই চাকরির চেষ্টা করছি, সেটা খেলাধূলা সংক্রান্তই। যদি ভাগ্য একেবারে সহায় না হয় সেক্ষেত্রে ইংল্যান্ড যেতে পারি সেখানে আমার ভাই রয়েছে।’ আশিকের আরচ্যারির ট্যাকনিক্যাল জ্ঞানের পাশাপাশি পড়াশোনাও রয়েছে। ফেডারেশন তাকে কোচ/ইন্সট্রাকটর হিসেবে আরচ্যারিতে রাখার প্রাথমিক পরিকল্পনাও করছে।
এশিয়া কাপে বাংলাদেশ দল-
রিকার্ভ পুরুষ- সাগর, রামকৃষ্ণ, মিশাদ প্রধান, রাকীব মিয়া।
রিকার্ভ মহিলা- মহিলা শিমু আক্তার , ইতি খাতুন, সোনালী রায়
কম্পাউন্ড পুরুষ- সোহেল রানা, হিমু বাসার, নেওয়াজ আহমেদ রাকীব।
কম্পাউন্ড মহিলা- পুষ্পিতা জামান, বন্যা আক্তার, খুরশিদ জাহান
প্রধান কোচ- মার্টিন ফ্রেডরিক।
সহকারী কোচ- মিলন ও হাসান।
এজেড/এইচজেএস