বিপিএলে ম্যাচপ্রতি ২০০০ ডলার পাচ্ছেন আম্পায়ার সৈকত

বছরজুড়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় দারুণ পারফরম্যান্সের সুবাদে বেশ প্রশংসা কুড়িয়েছেন আইসিসি এলিট প্যানেলে বাংলাদেশের প্রথম ও একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এ ছাড়া বছরের শেষদিকে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার সিরিজে কিছু সিদ্ধান্তের কারণে তিনি আলোচনার তুঙ্গে ছিলেন। গতকাল থেকে আম্পায়ার সৈকতকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দেখা যাচ্ছে। সেখানে বড় অঙ্কের পারিশ্রমিক পাবেন এই এলিট আম্পায়ার।
ম্যাচপ্রতি সৈকত ২০০০ ডলার করে পাবেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৪০ হাজার টাকার বেশি। অবশ্য কেবল বাংলাদেশি এই আম্পায়ারই নন, আইসিসি এলিট প্যানেলের সব আম্পায়ারের জন্যই বিপিএলে একই বরাদ্দ রয়েছে। অন্য আম্পায়ারদের চেয়ে সেটি ক্ষেত্রবিশেষে ৪-৫ গুণ বেশি।
আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আইসিসি এলিট প্যানেলের যেকোনো আম্পায়ারই বিপিএলে একেকটি ম্যাচ পরিচালনার জন্য ২ হাজার ডলার করে পাবেন। অর্থাৎ, কেবল সৈকতই নয়। এর আগে শুরুতে তাদের পারিশ্রমিক ১৫০০ ডলার ধরা হয়েছিল, পরে সেটি বাড়িয়ে ২ হাজার ডলার করা হয়।
আরও পড়ুন
এদিকে, বিপিএলে মাসুদুর রহমান মুকুলসহ বাংলাদেশি ও বিদেশি আম্পায়াররাও ম্যাচ পরিচালনা করছেন। টুর্নামেন্টটিতে আগে দেশি আম্পায়ারদের বেতন ছিল ম্যাচপ্রতি ৩৫ হাজার টাকা করে। এবার সেটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বিদেশি আম্পায়ারদের জন্য ম্যাচপ্রতি বরাদ্দ ৬০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার টাকা করে। আগের মৌসুমের বিদেশিদের পারিশ্রমিকও ১০০ ডলার করে বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে ডারবানে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখিয়েছেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। ম্যাচটিতে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিল দুই দল। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। গত বছর ৬ টেস্টে ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩৬টি রিভিউ নিয়েছেন। এর মধ্যে কেবল ৯টি সিদ্ধান্ত গেছে তার বিপক্ষে। বাকি ২৭ সিদ্ধান্তেই সফল হয়েছেন সৈকত। এর মধ্যে দুটি ম্যাচেই ছিলেন শতভাগ সফল।
এএইচএস