চোট কাটিয়ে দলে যোগ দিলেন সৌম্য, মাঠে নামবেন কবে?
গত মাসে জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে আজ রংপুর রাইডার্স জানিয়েছে, সেই চোট কাটিয়ে উঠেছেন সৌম্য।
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন সৌম্য। এরপর ম্যাচের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। তার আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়।
এক্স-রে করার পর দেখা যায়, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে বিসিবির মেডিকেল টিম প্রাথমিকভাবে জানায়, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও মাঠে ফিরতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
মাস খানেক পর অবশ্য সৌম্যকে নিয়ে সুখবর দিয়েছে তার বিপিএলের দল রংপুর। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, সৌম্য চোট কাটিয়ে উঠেছেন। তারা সৌম্যের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছে, 'রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিলো বিপিএল রাঙানোর! ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার।'
বিজ্ঞাপন
এমনকি সৌম্যের খেলা উপভোগ করতে ফ্র্যাঞ্চাইজিটি তাদের ভক্তদের প্রস্তুত হতে বলেছে। তারা রাইডার্স ভক্তদের উদ্দেশ্যে লিখেছে, 'পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?'
সৌম্য দলে যোগ দিলেও অবশ্য এখনই মাঠে নামতে পারবেন না। চোটমুক্ত হলেও অন্তত সপ্তাহ খানেক ফেরার প্রক্রিয়ায় থাকবেন এই ওপেনার। ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।
এইচজেএস