আত্মঘাতী গোল-লাল কার্ডের ম্যাচে কিংসের জয়

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। বসুন্ধরা কিংসের হয়ে আজ (শুক্রবার) তিনি একেবারে শিশুসুলভ গোল হজম করেছেন। প্রিমিয়ার লিগের ম্যাচে কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটে সতীর্থ ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার বাড়ানো সাধারণ বল রিসিভ করতে পারেননি শ্রাবণ। তার পায়ের নিচ দিয়ে বল জালে জড়ায়। এমন গোলে পিছিয়ে পড়লেও ৯০ মিনিট শেষে বসুন্ধরা কিংস ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
বসুন্ধরা কিংস লিগে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে চলতি লিগ তাদের জন্য একেবারেই ভালো যাচ্ছে না। সাত ম্যাচের মধ্যে দুটি হার ও এক ড্র। তাই টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে তারা এখনও ৮ পয়েন্টে পিছিয়ে।
কিংস অ্যারেনায় কিক-অফের একটু পরই আত্মঘাতী গোলে লিড পায় ফকিরেরপুল ইয়ংমেন্স। গোলরক্ষক শ্রাবণ সেই গোলের খানিকটা দায় মোচন করেছেন কিছুক্ষণ পরই রাফায়েল টুডুর জোরালো শট প্রতিহত করে। ৩১ মিনিটে রাব্বি হোসেন রাহুলকে ফাউল করে ফকিরেরপুলের তিয়াস দাস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। যা নিয়ে অনেকক্ষণ প্রতিবাদ করেছে ফকিরেরপুলের খেলোয়াড়রা। বসুন্ধরা কিংসের ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত অবশ্য ঘরোয়া ফুটবলে নতুন কিছু নয়।
প্রথমার্ধে ফকিরেরপুল লিড নিয়ে ড্রেসিংরুমে ফিরলেও দ্বিতীয়ার্ধে আর সেভাবে লড়াই করতে পারেনি। প্রতিপক্ষ কিংসের মাঠে তাদেরই বিপক্ষে দশজন নিয়ে লড়াই অনেকটা অসম্ভবই। পরবর্তীতে মজিবর রহমান জনির পাসে কিংসের অধিনায়ক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ গোল করে সমতা আনেন। ৭২ মিনিটে স্বাগতিকরা লিড পায় ফয়সাল আহমেদ ফাহিমের গোলে। এর তিন মিনিট পর বদলি নামা রফিকুল স্কোরলাইন ৩-১ করলে কিংসের জয় নিশ্চিত হয়। এরপর ৮৩ মিনিটে রাকিব গোল করলে বড় জয়ই পায় কিংস।
এজেড/এএইচএস