৭ বলে ৩২ রান করে সোহান বললেন, ‘মানুষ এসব মনে রাখে না’
টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেললেন নুরুল হাসান সোহান। ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের জন্য এদিন শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মায়ার্সের করা ওভার থেকে ৩ চার আর ৩ ছক্কায় সোহান নেন ৩০ রান। তাতে অবিশ্বাস্য এক জয় পেয়েছে রংপুর।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।
ম্যাচ শেষে সোহান বলেন, 'আমি যখন ব্যাট করি, ২০-৩০ রান, সবাই ভুলে যায়। এটা নতুন কিছু না। দলে অবদান রাখতে পারছি আলহামদুলিল্লাহ। দলকে জেতাতে পেরেছি তাই এটা আমার অন্যতম সেরা ইনিংস।'
'যখন ক্রিজে যাই তখন আমাকে বলা হচ্ছিল, এই জায়গা থেকেও জেতা সম্ভব। মহান আল্লাহকে ধন্যবাদ, সব তার হুকুম। আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ।'-যোগ করেন সোহান।
রান তাড়ায় ৬৬ রানে ৩ উইকেট হারিয়েছিল রংপুর। এর পর দলের হাল ধরেন খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। ৩৬ বলে ৪৮ রান করে ইফতিখার সাজঘরে ফিরলে ভাঙে ৯১ রানের জুটি। আর খুশদিলের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪৮ রান। ম্যাচ জয়ে এই জুটিরও কৃতিত্ব দেখছেন সোহান।
অধিনায়ক বলেন, 'আল্লাহকে ধন্যবাদ। আমাদের পা মাটিতে রাখতে হবে। এখনও অনেক পথ বাকি। আমাদের প্রক্রিয়া অনুসরণ করে যেতে হবে। পরের ম্যাচের দিকেই এখন নজর। অনেক বড় টুর্নামেন্ট। আমাদের পা মাটিতেই রাখতে হবে। ইফতিখার ও খুশদিল অনেক ভালো খেলেছে, যা ম্যাচে আমাদের টিকিয়ে রেখেছে।'
এসএইচ/এইচজেএস