বিপিএলে আলাউদ্দিনের হ্যাটট্রিক ওয়াইড, ‘অদ্ভুত’ নো বল হামজার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের সিলেটপর্ব চলছে। যেখানে আজ (মঙ্গলবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। নুরুল হাসানের রংপুর মাত্র ১১১ রানে গুটিয়ে যাওয়া ঢাকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এরই মাঝে আলোচনা চলছে ঢাকার দুই বোলারের একের পর এক ওয়াইড ও ‘অদ্ভুত’ এক নো বল নিয়ে।
ঢাকার বোলিং ইনিংসের প্রথম ওভারে দেখা গেছে অদ্ভুত এক নো বল। ওভারের চতুর্থ বলে দলটির আফগান স্পিনার আমির হামজা বক্সের মাঝামাঝিতে এক পা রেখে, সামনের পা ফেলেন লাইনের চেয়ে বেশ দূরে। সাধারণত পেস বোলারদের পুরো বক্স পেরিয়ে যাওয়ার নজির থাকলেও, হামজার অদ্ভুত এই নো বল প্রশ্নের জন্ম দিয়েছে। একটি করে ওয়াইড ও নো বল দিয়ে ৮ ডেলিভারিতে সেই ওভার শেষ করেন হামজা।
ইনিংসে ৩ ওভার বল করে ২৩ রান খরচ করেছেন ঢাকার এই আফগান স্পিনার। বিনিময়ে কোনো উইকেট পাননি। তার সেই নো বলের রেশ না কাটতেই ইনিংসের দশম ওভারে এলেমেলো বোলিংয়ে আলোচনার মোড় নিজের দিকে ঘুরিয়ে নেন আলাউদ্দিন বাবু। ওই ওভারে এই পেস বোলিং অলরাউন্ডার পরপর তিনটি ওয়াইড দিয়েছেন। তার ওয়াইডগুলোর লাইন-লেংথ দেখে দর্শকরাও ভুয়া ভুয়া আওয়াজ তোলেন গ্যালারি থেকে।
অথচ ওভারের প্রথম চার বল তেমন খারাপ ছিল না আলাউদ্দিন বাবুর। প্রথম চার বলে ৫টি রান দিলেও, তিনি একটি উইকেট শিকার করেন। ষষ্ঠ বলটি করতে গিয়ে একে একে ওয়াইড করেন তিন ডেলিভারিতে। যার প্রথমটি পিচের বাইরে পড়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে যায়। তখনই দর্শকরা তাকে অনাকাঙ্ক্ষিত সেই স্লোগান শোনান। সম্ভবত ডানহাতি ব্যাটারের পর বাঁ-হাতি নতুন ব্যাটার (খুশদিল শাহ) ক্রিজে আসতেই লাইন হারিয়ে ফেলেন আলাউদ্দিন। তিনি পরের দুটি ওয়াইড করেন অফসাইডের বেশ বাইরে দিয়ে।
আরও পড়ুন
সবমিলিয়ে ৯ ডেলিভারিতে সেই ওভার শেষ করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। ১৩ রানে তিনি ১ উইকেট নেন দশম ওভারটিতে। ম্যাচে সবমিলে ২ ওভারে ৩৩ রান দিয়েছেন মিডিয়াম পেসার আলাউদ্দিন। ১১১ রানের ছোট পুঁজি ডিফেন্ড করতে নেমে ঢাকার পক্ষে কেবল মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম মুগ্ধ মিতব্যয়ী ছিলেন, বাকিরা হাত খুলে রান খরচ করায় রংপুর ম্যাচটি জিতে নেয় মাত্র ১৩.২ ওভারে। এটি চলতি বিপিএলে তাদের পাঁচ ম্যাচে শতভাগ জয়।
এসএইচ/এএইচএস