কেন্দ্রীয় চুক্তিতে আসছেন নাহিদ-জাকের, অনিশ্চয়তায় দুই সিনিয়র
প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে তৈরী করা হয়ে থাকে একটি বাৎসরিক কেন্দ্রীয় চুক্তি। মূলত নতুন বছরের শুরুর দিকেই এই চুক্তির কথা প্রকাশ্যে জানিয়ে থাকে বিসিবি। পার করে আসা বছরের ক্রিকেটারদের পারফর্মম্যান্স বিবেচনা করেই নতুন করে আবার চুক্তি করে বিসিবি। চলছে ২০২৫ সালের জানুয়ারি মাস। আর এবারো নতুন করে চুক্তির জন্য তালিকাবদ্ধ ক্রিকেটারের নাম বিসিবি প্রায় চূড়ান্ত করে ফেলেছে।
ইতোমধ্যে শেষ হয়েছে প্রাথমিক আলোচনা। গেল বছরে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। তবে এবার চুক্তির ক্রিকেটার কমে ২০ আসতে পারে। বিসিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন চুক্তির জন্য ২০ জনের আশে পাশেই ক্রিকেটার থাকবে। গেল বছরের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন কয়েকজন।
দলের দুই সিনিয়র তারকা আছেন বোর্ডের নির্দেশের অপেক্ষায়। তারা মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। রিয়াদের ক্রিকেট ভবিষ্যৎ কোথায় থামবে সেটার উপর নির্ভর করে কেন্দ্রীয় চুক্তি হতে পারে। তবে গেল বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান। কারণ জাতীয় দলের কোনো ফরম্যাটে নেই তিনি।
নতুন করে চুক্তিতে আসতে যাচ্ছেন স্পিড স্টার নাহিদ রানা। গেল বছর জুড়ে টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করেছেন তিনি। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে যোগ দিচ্ছেন জাকের আলি অনিকও। ২০২৪ সালে ব্যাট হাতে দলকে ভরসা জুগিয়েছেন তিনি।
তবে সাকিব আল হাসানের ব্যাপারটি এখন পর্যন্ত ঝুলে আছে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছিলেন। টেস্ট থেকে অবসরের প্রসঙ্গে বলেছিলেন, দেশের মাটিতে খেলতে চান শেষ টেস্ট। নয়ত কানপুর টেস্ট থেকেই অবসর বিবেচিত হবেন। কিন্তু টেস্ট তো বটেই বিপিএল খেলতেও আসতে পারেননি সাকিব। এমন অবস্থায় তিনি আসলেই ২০২৫ সালে অবসর নিচ্ছেন কি না কিংবা কোন ফরম্যাটে খেলবেন তার ওপরেই নির্ভর করবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের চুক্তি।
আরও পড়ুন
যেমন হতে পারে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৫)
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক।
এসএইচ/জেএ