জানুয়ারি মাসজুড়েই যুবা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প
গেল বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপ জিতে দেশে ফিরেছিল বাংলাদেশ দল। এরপর থেকে বিশ্রামেই ছিল দলের ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড থেকে ছিল না কোনো অনুশীলন ক্যাম্প বা ম্যাচের সময় সূচি। তবে নতুন বছরের জানুয়ারি মাসের জন্য ক্যাম্পের সিদ্ধান্তে বিসিবি। ইতোমধ্যে ফিটনেস এবং স্কিল ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা।
চলতি মাসের ৫ তারিখ থেকে বিকেএসপিতে শুরু হয় রানিং টেস্ট। পরে আজ থেকে মিরপুর শের-ই বাংলার মাঠে যুবা ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প সঙ্গে যোগ হয়েছে স্কিলও। হোম অব ক্রিকেটেই ১১ জানুয়ারি তারিখ অব্দি থাকার পরে ১২ জানুয়ারি দল যাবে খুলনায়। এরপর সেখানে কয়েকদিন নেট এবং সেন্টার উইকেটেও অনুশীলনের কথা রয়েছে তরুণ এসব ক্রিকেটারদের।
সবশেষ নিজেদের মধ্যে ৪টি একদিনের ম্যাচ খেলবে কালাম সিদ্ধিকী, রিফাত বেগরা। ২৪ তারিখ শেষ হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশে আসার কথা ছিল শ্রীলঙ্কা যুবা দলের। তবে শেষ পর্যন্ত আসছে না তারা, এদিকে বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার মাটিতে যুবাদের সিরিজ আয়োজনের জন্য।
বিপিএলে দলের সঙ্গে যুক্ত থাকায় এই ক্যাম্পে থাকবেন না যুবা দলের কয়েকজন সদস্য। এর মধ্যে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ইমনরা।
এসএইচ/জেএ