সোশ্যাল মিডিয়ায় চাকরি খুঁজছেন বাংলাদেশের সাবেক কোচ
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। সেই আসরে দল ভালো করলেও বৈষম্যমূলক আচরণের জন্য চাকরি হারান কোচ। এরপর আর কোথাও কাজের সুযোগ পাননি। একসময় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। এমন হাই প্রোফাইল এই কোচ এবার চাকরি খুঁজছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
চাকরি চেয়ে ল লিখেছেন, 'আমি নতুন একটি চাকরি খুঁজছি এবং আপনার সহযোগিতা কামনা করছি। ক্রিকেট কোচের পদে কাজ করতে চাই। আপনার কাছে যদি কোনো সুযোগ থাকে তাহলে দয়া করে আমাকে মেসেজ দিন বা কমেন্ট করে জানান।'
শুধুই বাংলাদেশই নয়, বেশ কয়েকটি দেশের জাতীয় দলের সঙ্গে করেছেন ল। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে কোচিং করিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলতেও বড় অবদান ছিল তার।
বিশ্বকাপের পরেই চাকরি হারিয়েছিলেন ল। ক্রিকেটারদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল তাঁচর বিরুদ্ধে। বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, বেছে বেছে তাদের বিরুদ্ধেই খারাপ আচরণ করেছেন ল। নিজে মিথ্যা কথা বলে ক্রিকেটারদের মধ্যে অবিশ্বাস, বিক্ষোভ তৈরি করছেন। কিছু কিছু ক্রিকেটারকে বাড়তি সুবিধাও দিচ্ছিলেন।
ল-এর বিরুদ্ধে চিঠি লিখা ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক মোনাক প্যাটেলও ছিলেন। ক্রিকেটারদের অভিযোগ ছিল, কিছু কিছু খেলোয়াড়কে ব্যক্তিগত আক্রমণ করার ফলে দলের পরিবেশ খারাপ হয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনও এমন ঘটনা ঘটেছিল। ল-এর মিথ্যা কথার কারণে ক্রিকেটারদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে অবিশ্বাস তৈরি হয়েছিল।
এইচজেএস