ঢাকার হয়ে পারফর্ম করাটা কঠিন হবে : মোসাদ্দেক
বিপিএলের প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখেছে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা। সিলেট পর্বে নিজেদের ম্যাচ শুরুর আগের দিন নতুন খেলোয়াড় দলে যুক্ত করেছে ঢাকা। দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে তারা।
আজ দলের সঙ্গে অনুশীলনও করেছেন মোসাদ্দেক। এর আগে বিপিএলের ড্রাফটে অবিক্রিতই ছিলেন এই অলরাউন্ডার। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ড্রাফট থেকে দল না পাওয়ায় হতাশা ছিলেন মোসাদ্দেক।
তিনি বলেন, ‘হতাশা তো অবশ্যই। এটা আমি এনসিএল টি-টোয়েন্টির সময়ও বলেছিলাম যে, হতাশাজনক আমার জন্য (দল না পাওয়া)। ওই সময়টাতে সামনে যে খেলাগুলো ছিল, সেগুলোর ওপর ফোকাস করছিলাম। ওই সময় যে খেলাগুলো ছিল তাই খেলছিলাম।'
'আসলে ওই আশাটা ছিল যে হয়তো একটা সুযোগ আসতে পারে। সেটা যখন এসেছে, অবশ্যই ভালো লাগছে। একটা সুযোগ নতুন করে আবার ভালো খেলার। ভালো খেলার সুযোগ যদি এখানে থাকে, এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে।'-যোগ করেন মোসাদ্দেক।
ঢাকাড় বাজে অবস্থায় নিজের পারফর্ম করার সম্ভাবনা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘এটা হতে পারে। একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি দল মোমেন্টাম না পায়, তাদের জন্য একটু কঠিন হয়। দল হিসেবে যদি মোমেন্টাম পায়, ভালো করার সুযোগ আছে। আবারও ঘুরে দাঁড়ানোর ওই সুযোগ তৈরি হয়ে যাবে আমার মনে হয়। যদি আমি সুযোগ পাই, আমার ইচ্ছে আছে দলকে ১০০ ভাগ দেওয়ার। যতটুকু দলকে কন্ট্রিবিউট করে ম্যাচ জেতাতে অবদান রাখা যায়।'
গত বিপিএলের পারফরম্যান্স নিয়ে মোসাদ্দেক বলেন, ‘এটা হতে পারে একজন খেলোয়াড়ের একটা বছর বা মৌসুম খারাপ যেতে পারে। ওটা নিয়ে আমি একদমই চিন্তিত না। আমি চিন্তা করছি যখনই সুযোগ আসবে অবশ্যই ভালো খেলার। যখন সুযোগ পাবো, চেষ্টা করবো দলে অবদান রাখার। আমার নিজের পারফরম্যান্সের দিকে অবশ্যই সেই ফোকাস থাকবে, আমি যতটুকু ভালো এখানে খেলবো, পরবর্তীতে দরজাগুলো খুলবে।'
এসএইচ/এইচজেএস