শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক লঙ্কান মেয়েদের বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।
আজ (রোববার) থার্স্টনে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইয়াং টাইগ্রেস কাপ্তান সুমাইয়া আক্তার। যদিও ব্যাট হাতে হাতে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। স্কোরবোর্ডে ২০ রান যোগ করার আগেই টপঅর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে ফেলে টাইগ্রেসরা। অধিনায়ক সুমাইয়ার ব্যাটে প্রাথমিক ধাক্কা কাটায় বাংলাদেশ। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ২৯ রান।
শেষ দিকে ৩৫ বলে ৩৪ রানের সময়োপযোগী ইনিংস খেলে দলের রান একশ পার করেন জান্নাতুল মাওয়া। যদিও শেষ পর্যন্ত দলীয় রান ১০৯-এর বেশি হয়নি। ১৯ দশমিক ৩ ওভারে অলআউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। লঙ্কান মেয়েদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন যথাক্রমে রাশ্মিকা সেওয়ান্দি, প্রমোদি মেথসারাও লিম্মে থিলকারাত্নে।
সহজ টার্গেট তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েদের। ১৮ দশমিক ৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে তারা। দলের হয়ে ৩০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন ভিমুস্কা বালাসুরিয়া।
এফআই