পুরস্কার বিতরণীতে শুধু বোর্ডার, না ডাকায় ক্ষুদ্ধ গাভাস্কার
সিডনি টেস্ট আড়াই দিনে শেষ হলেও ভালোই জমে উঠেছিল। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন থেকে জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতি ভারতকে বেশ ভোগিয়েছে। শেষ পর্যন্ত ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে ৩–১ ব্যবধানে সিরিজও জিতেছে অজিরা।
প্রায় এক দশক পর বোর্ডার–গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। আলোচিত এই সিরিজ নানা ঘটনায় অনেক সমালোচনারও জন্ম দিয়েছে। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়েও হচ্ছে সমালোচনা।
সিরিজের শেষ ম্যাচ হওয়ায় আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এসসিজিতে। যেখানে ডাকা হয় অ্যালান বোর্ডারকে। যেখানে প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন বোর্ডার। অথচ সুনীল গাভাস্কারও মাঠেই ছিলেন কিন্তু তাকে অনুষ্ঠানে ডাকা হয়নি। এ নিয়ে অভিযোগ তুলেছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।
এবিসি স্পোর্টকে গাভাস্কার বলেছেন, ‘পরিস্থিতি কী হতে চলেছে, তা আমাকে সিডনি টেস্ট শুরুর আগমুহূর্তে জানানো হয়েছে। আমাকে বলা হয়েছে, ভারত যদি সিরিজ জিততে অথবা ড্র করতে না পারে, তাহলে আমাকে তাদের দরকার নেই। এ নিয়ে আমার দুঃখ নেই। তবে আমি অবাকই হয়েছি। এটা বোর্ডার–গাভাস্কার ট্রফি, দুজনেরই সেখানে থাকা উচিত ছিল।’
কোড স্পোর্টসে কথা বলার সময়ও একই অভিযোগ তুলেছেন গাভাস্কার। তিনি বলেন, ‘এমন নয় যে আমি এখানে নেই। আমি তো মাঠেই আছি। অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে, তাই আমি সেখানে থাকতে পারব না—ব্যাপারটা এমন হওয়া উচিত হয়নি। এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মুখ্য বিষয়। ওরা (অস্ট্রেলিয়া) আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তাই জিতেছে। এটা ঠিক আছে। কিন্তু আমি একজন ভারতীয় হওয়ার কারণে ট্রফি দিতে পারলাম না। অ্যালান বোর্ডার আমার ভালো বন্ধু। তাকে সঙ্গে নিয়ে ট্রফি দিতে পারলে আমার ভালো লাগত।’
এইচজেএস