মাঠের খেলায় প্রত্যাশা মেটানোর আশায় বিসিবি
আসন্ন বিপিএল শুরুর আগে থেকে আলোচনায় ছিল টিকিট ইস্যু। যে কারণে বিপিএল শুরুর দিনেও দেখা গেছে স্টেডিয়ামের মূল গেটে ভাঙচুর। এছাড়া পরবর্তীতে দেখা গিয়েছে টিকিট বুথে ভাঙচুর এবং আগুনের দৃশ্য। সবমিলিয়ে টিকিট ইস্যুতে বিপিএলে তুলকালাম পরিস্থিতি ছিল।
ঢাকা পর্ব শেষে বিপিএল এখন চায়ের শহর সিলেটে। আগামীকাল শুরু হবে প্রথম দিনের খেলা। তার আগে আজ রোববার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম। সেখানে প্রত্যাশা মেটানো নিয়ে হলো আলাপ। কিছু প্রত্যাশা পূরণের আত্মতৃপ্তি শোনা গেল বোর্ড পরিচালকের কণ্ঠে।
বিপিএলের এবারের আসর নিয়ে তার মন্তব্য, ‘অনেক আছে সবাই মিলেই কাজ করছে। বিপিএলে অনেক ভালো কিছু হয়েছে এগুলোর কৃতিত্ব তাদেরও অবশ্য। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে কারণ সবার প্রত্যাশা অনেক। এতদিন যা হয়েছে তেমনই যদি হয় তাহলে তো এসে কোন লাভ নেই। প্রত্যাশা অনেক, কিছু জায়গায় আমরা প্রত্যাশা মেটাতে পেরেছি।’
আরও পড়ুন
ফাহিম জানালেন আরো, ‘মাঠের খেলাতে আমরা কিছুটা প্রত্যাশা মেটাতে পেরেছি। মাঠের বাইরে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা পারিনি। কিন্তু বিপিএল এখনও শেষ হয়নি, সামনে আরও সুযোগ আছে। আমরা যদি সিলেটে দর্শকদের খুশি করতে পারি, চিটাগংয়ে তাদের দর্শকদের খুশি করতে পারি এবং শেষ লেগে গিয়ে ঢাকাতে প্রথম যে ল্যাগটা হয়েছে সেরকম কোন কিছুর মুখোমুখি না হতে হয় সেটা যদি নিশ্চিত করতে পারি তাহলে ধরে নেব একটা ভালো বিপিএল হয়েছে।’
এসএইচ/জেএ