হারের বৃত্তে থাকা ঢাকাকে নিয়ে যা বললেন সাঈদ আজমল
বিপিএলে ভালো অবস্থানে নেই ঢাকা ক্যাপিটালস। বেশ ঢাকঢোল পিটিয়ে এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজ হিসেবে আত্মপ্রকাশ করেছিল চিত্রনায়ক শাকিব খানের দলটি। কিন্তু মাঠের খেলায় সেই প্রত্যাশা মেটাতে পারেনি রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। এখনো পর্যন্ত ৩ ম্যাচ সবকটিতেই হারের মুখ দেখেছে শাকিব খানের দল।
ঢাকা ক্যাপিটালসে মেন্টর হিসেবে আছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল। দলটিতে শুরুর পর্বে ছিলেন না মেন্টর আজমল। তবে সিলেট পর্ব থেকে সাবেক এই ক্রিকেটারকে পাচ্ছে দলটি। আজ রোববার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আজমল।
সেখানে আজমল জানিয়েছেন শুরুতেই কথা বলেছেন বাংলাদেশে ভালোবাসা পাওয়া নিয়ে, ‘আমি আগেও বিপিএল খেলেছি। বাংলাদেশে আমি অনেক ক্রিকেট খেলেছি। দুই বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলেছি এখানে। যখনই এখানে আসি উপভোগ করি। এখানে অনেক ভালোবাসা পাওয়া যায়। দর্শকদের উন্মদনা দারুণ, বাইরে গেলে ছবি তুলতে চায়, সবসময় এগুলো ইনজয় কর।।’
ঢাকার জার্সিতে আগে খেলেছেন। এবারে এসেছেন মেন্টর হয়ে। ফ্র্যাঞ্চাইজি বদল হলেও আজমলের ভালোবাসার জায়গায় রয়ে গেছে ঢাকা, ‘ঢাকাতে জয়েন করেছি, তাদের হয়ে আগেও বিপিএল খেলেছি। মেন্টর হিসেবে জয়েন করতে পেরে অনেক ভালো লাগছে।’
নিজের অভিজ্ঞতা দলের তরুণ ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দেওয়া নিয়ে আজমল বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানের মতোই। আমি সবসময় এখানে আসতে মুখিয়ে থাকি। সব সময় ভালো ক্রিকেট খেলেছি এখানে। যে ক্রিকেটটা খেলেছি সেটার পজিটিভ মাইন্ড তরুণ ক্রিকেটারদের সাথে শেয়ার করছি, বিশেষ করে স্পিনারদের।’
এসএইচ/জেএ