একইদিনে ক্রিকেট ও ফুটবলে দুই শোক সংবাদ
রোববার সকালে ক্রীড়াঙ্গনে দুঃসংবাদ। সাবেক ফুটবলার আকরাম ও তরুণ ক্রিকেটার মহিন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দুই ক্রীড়াবিদের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক নেমেছে।
আকরাম হোসেন সিনিয়র জাতীয় দলে খেলতে পারেননি। তবে বাংলাদেশ ফুটবল দলে জুনিয়র পর্যায়ে খেলেছেন। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টি ক্লাবের জার্সিও গায়ে উঠেছিল আকরামের। বয়স মাত্র ৪০ পার হলেও আজ ঝিনাইদাহে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার সতীর্থদের দেয়া তথ্যমতে, হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম ইন্তেকাল করেছেন।
তবে আকরামের হোসেনের মতো লম্বা সময় পাওয়া হয়নি মহিনের। ক্রিকেটের বয়সভিত্তিক পর্যায় থেকেই ভেসে এলো দুঃসংবাদ। পাইপলাইনে থাকা তরুণ ক্রিকেটার মোহররম হোসেম মহিন মাত্র ১৭ বছর বয়সেই ২২ গজের ক্রিকেট আর পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন।
গতকাল শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁহাতি স্পিনার। বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্টের একজন ছিলেন মহিন। ঢাকা বিভাগ দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন মহিন।
আকরামের ফুটবলের হাতেখড়ি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিকের পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হন। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের হয়ে ফুটবলার হিসেবেও দারুণ সুনাম অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাচভিত্তিক শিক্ষা সমাপনী উৎসবে আকরাম তার ব্যাচের রাজাও হয়েছিলেন। আকরামের মৃত্যুতে ক্রীড়াঙ্গনের পাশাপাশি তার বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত।
এজেড/জেএ