তারুণ্যের উৎসবে চা শ্রমিকদের ফুটবল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব ঘোষণা করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনকে এই সময় বিভিন্ন আয়োজনের নির্দেশনাও দিয়েছে। এরই প্রেক্ষিতে বাফুফে আজ সিলেটে ফুটবল ফেস্টিভ্যাল আয়োজন করেছে।
সিলেটের এক অবিচ্ছেদ্য অংশ চা বাগান। চা শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীদের নিয়ে জাফলং নকশিয়াপুঞ্জী মাঠ, গোয়াইনঘাটে আজ দিনব্যাপী চলেছে ফুটবল উৎসব। বাফুফের তত্ত্বাবধানে সিলেট জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এই আয়োজন করে।
চা বাগানে শ্রমিকেদের অনেক কষ্টে জীবন কাটে। শত কষ্টের মধ্যে আজ এক দিন একটু আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে ফুটবল ফেডারেশন। কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন অর্ধশতাধিক চা শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর প্রতিনিধি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী সিরিজে ফটোসেশনের জন্য সিলেটের চা বাগান বেছে নিয়েছিল। দুই দলের অধিনায়ক চা শ্রমিকের বেশে চা বাগানে ফটো তুলেছিলেন। যা বেশ প্রশংসিত হয়েছিল।
সিলেটে সামাজিক দায়বদ্ধতার ফুটবল ফেস্টিভ্যালের পাশাপাশি রাজশাহীতে একটি কোচিং কোর্স করছে বাফুফে। আজ রাজশাহী স্টেডিয়ামে গ্রাসরুট কোচিং কার্যক্রম শুরু করেছে বাফুফে।
এজেড/জেএ