চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বড় দুঃসংবাদ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আসর নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তায় ছিল আয়োজক পাকিস্তান। অনেক নাটকীয়তার পর ডিসেম্বরের শেষ সপ্তাহে হাইব্রিড মডেল অনুসারে মেগা এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়। যখন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর দেড়মাসেরও কম সময় বাকি, ঠিক তখন পাকিস্তান বড় দুঃসংবাদ পেয়েছে। গোড়ালির চোটে দেড়মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব।
এরপর তিনি ইনজুরি কাটিয়ে উঠবেন হয়তো, তবে ম্যাচ খেলার মতো কতটুকু ফিট থাকবেন সেই অনিশ্চয়তা থেকেই যায়। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ফর্মে থাকা ক্রিকেটারদের একজন সাইম আইয়ুব। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টে তাকে না পাওয়া বাবর-রিজওয়ানদের জন্য বড় ধাক্কাই হবে। কেপটাউনে চলমান পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথমদিন গতকাল (শনিবার) বাউন্ডারি বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর চোটে পড়েন সাইম, এতে তার ডান পায়ের গোড়ালিতে চিড় ধরা পড়েছে।
চলমান সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটি খেলছে পাকিস্তান। এরপর তারা চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে। দুটি সিরিজেই সাইম আইয়ুবকে পাবে না পাকিস্তান। ছয় সপ্তাহ পর ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। ওই সময়ের মধ্যে সাইমের চোট সেরে উঠবে বলে ধারণা করা হলেও, তার মাঠে ফেরার সুনির্দিষ্ট সময় এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়!
আজ (শুক্রবার) সাইমের এমআরই স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর পিসিবি তার ‘গোড়ালিতে চিড় ধরা’ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার সম্পর্কে পরবর্তী নির্দেশনা ও পুনর্বাসন (রিকভারি) প্রক্রিয়া জানতে সেই রিপোর্ট পাঠানো হয়েছে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। এর আগে গতকাল ইনিংসের সপ্তম ওভারে প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটনের ব্যাটে লেগে ডিপ থার্ড বাউন্ডারিতে আগাচ্ছিল বল, দৌড়ে সেটি বাঁচাতে যান সাইম। বলের কাছাকাছি গিয়ে নিজের গতি কমাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাউন্ডারি রক্ষা হলেও ব্যথায় মাটিতে শুয়ে যান সাইম, পরে ফিজিও এসে পা পরীক্ষা করে তাকে মাঠের বাইরে নিয়ে যান।
আরও পড়ুন
বাউন্ডারি লাইনের বাইরে নিয়েও চলে সাইমের প্রাথমিক শুশ্রুষা। একপর্যায়ে স্ট্রেচারে করে সাইমকে উঠিয়ে নিতে বাধ্য হয় পাকিস্তান। তার পরিবর্তে মাঠে নামানো হয় একাদশের বাইরে থাকা আব্দুল্লাহ শফিককে। ওই সময় সাইমের গোড়ালির চোট কতটা গুরুতর সেটি বোঝা না গেলেও, তার চোখের পানিই বলে দিচ্ছিল ছোট কোনো আঘাত পাননি পাকিস্তানি এই ওপেনার। চোট গুরুতর বলেই তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য কেপটাউনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
— 7Cricket (@7Cricket) January 5, 2024
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। পাকিস্তানের তিনটি ভেন্যুর সঙ্গে ভারতের ম্যাচগুলো কেবল গড়াবে দুবাইতে। আগামী ২৩ ফেব্রুয়ারি সেখানেই হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ।
এএইচএস