হঠাৎ খবরটা শুনে হতাশ জেমি
হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ টিম হোটেলে আজ সোমবারের সকালটা একেবারে ভিন্ন রকমের। সবাই বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় খবর সৌদি যাওয়া হচ্ছে না। জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফ এতে খুবই হতাশ। হোটেলে ম্যানেজার ইকবালকে ক্রমাগত প্রশ্ন করছিলেন বিদেশি কোচিং স্টাফরা।
সৌদি যাওয়া হয়নি সেই রাগ অভিমান নিয়েই অনুশীলনে নামেন ব্রিটিশ হেড কোচ জেমি ডে। অনুশীলন শেষে হতাশা ব্যক্ত করেন এভাবে, ‘পুরো বিষয়টি বাফুফে বলতে পারবে। আমি সকালে জানতে পেরেছি যেটা হতাশার।’ অনুশীলন ম্যাচ না হওয়ায় প্রস্তুতির বড় ঘাটতি আছে বলে মনে করেন জেমি, ‘আমাদের প্রস্তুতির ঘাটতি রয়ে গেল যেখানে বাকিরা আগেই কাতার। আগে গেলে ভালো হত।’
আগামীকাল না যেতে পারলে সৌদি অধ্যায় সমাপ্তি টানতে চান কোচ, ‘২-৩ দিনের জন্য সৌদি আরবে যাওয়ার কোন মানে হয় না। তার থেকে আগে কাতার যাওয়া ভালো হবে। বাফুফের সাথে কথা বলব।’ সৌদি আরব যাওয়া না হলে ২৮ মে কাতার যেতে চায় কোচ।
সৌদির ফ্লাইট শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় ফুটবলাররাও মানসিকভাবে বিষন্ন। শিষ্যদের ব্যাপারে কোচ বলেন, ‘ফুটবলাররা স্বাভাবিক ভাবেই খুশি না। ওদের হয়ে কিছু বলতে চাই না।’
জাতীয় দলের ম্যানেজার ইকবাল সামগ্রিক ব্যাপারে বলেন, ‘ফেডারেশন এখনো সৌদিতে আলোচনা করছে। আজই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।’
এজেড/এটি