হেলিকপ্টার শটের রহস্য জানালেন অঙ্কন
গত মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ২২ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। সেদিন ছক্কা মেরেছেন তিনি ছয়টি। তার মধ্যে ছিল হেলিকপ্টার শটও। যা আলাদাভাবে সবার নজর কেড়েছে। এবার তিনি নিজেই জানিয়েছেন এমন শট রপ্ত করার পেছনের গল্প।
সেই ম্যাচে ম্যান অব দা ম্যাচ হওয়া অঙ্কন দুদিন পর অনুশীলন শেষে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। ২৫ বছর বয়সী এই কিপার-ব্যাটার জানালেন, বিশেষ ডেলিভারির জন্য বিশেষভাবে প্রস্তুত হতেই এই শট রপ্ত করেছেন তিনি।
অঙ্কন বলেন, 'আমি শুধু চেয়েছি, বলটা কীভাবে টাইমিং করা যায়। আমার মনে হচ্ছিল, ওরকম ডেলিভারি আসতে পারে। তার জন্য ওই শটটা খেলতে পেরেছি।'
'আমি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি যে, ইয়র্কার বলে কীভাবে স্কোর করা যায়। ইয়র্কার বা লো ফুলটস সব…. ওখান থেকে আসা সবকিছু।'-যোগ করেন তিনি।
এই ম্যাচে তিনি ফিফটি করেন ১৮ বলে, বিপিএলে যা বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। তার ৫৯ রানের ইনিংসের স্ট্রাইক রেট ২৬৮.১৮। বিপিএলে ফিফটি ছোঁয়া ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম আড়াইশ স্ট্রাইক রেট এটি।
এই ইনিংস নিয়ে তিনি বলেন, 'অবশ্যই কাজ করেছি। চেষ্টা করেছি আরও কীভাবে উন্নতি করা যায়। এখনও পর্যন্ত যতগুলো বিপিএল খেলেছি, একেক সময় আমার ভূমিকা একেক রকম ছিল। শেষবার যখন বিপিএল খেলেছি তখন আমার ভূমিকা ছিল অন্যটা। এখানে আমার ভূমিকা অন্যরকম। খুলনা টাইগার্সের ম্যানেজমেন্ট, অধিনায়ক তারা আমাকে ওইভাবে অনুপ্রাণিত করেছে, আমি যেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি।'
'আগে থেকে জানতাম ছয়-সাত নম্বরে আমার ভূমিকা এরকম হবে। আমি চেষ্টা করেছি ওইটাই ট্রেনিংয়ে কাজ করার। সব কিছুই আসলে সম্পৃক্ত এখানে। আমাদের ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই যুক্ত। আমরা স্কিল এবং স্ট্রেংথ ট্রেনিং কেমন করছি, সেটাও গুরুত্বপূর্ণ।'-যোগ করেন তিনি।
এইচজেএস