হেলসের সঙ্গে ম্যাচ জেতানো জুটি নিয়ে যা বললেন সাইফ
বরিশালের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়েছিল রংপুর রাইডার্স। তবে শুরুর সেই শঙ্কা কাটিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছেছে রংপুর। যেখানে বড় অবদান সাইফ হাসান-অ্যালেক্স হেলস জুটির। ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ এই জুটি নিয়ে কথা বলেছেন ম্যাচসেরা হওয়া সাইফ।
১২৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিম গোল্ডেন ডাক খেয়েছেন। তিনে নেমে ডাক খেয়েছেন তৌফিক খান তুষারও। তাতে ১৫ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর।
তবে এরপর অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে দুর্দান্ত এক জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে সহজ জয় পায় রংপুর। সাইফ ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেছেন। আর হেলসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৯ রান।
ম্যাচ শেষে সাইফ বলেন, 'যখন ব্যাটিংয়ে নেমেছিলাম চাপের মুহূর্ত ছিল। খুব খুশি যে দলের জন্য অবদান রাখতে পেরেছি। হেলসের সঙ্গে কথা বলার পর ব্যাটিংটা সহজ হয়েছে। আমরা খুব ভালো একটি জয় পেয়েছি।'
'জিএসএল থেকেই আমার ওপর ভালো একটি দায়িত্ব ছিল। সবাই আমাকে পেছন থেকে অনুপ্রেরণা দিয়েছে। খুব খুশি যে টিম ম্যানেজমেন্ট সবাই আমার ওপর বিশ্বাস রেখেছে।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস