রেকর্ডগড়া বোলিং সন্তানকে উৎসর্গ করলেন তাসকিন
রেকর্ডগড়া বোলিং করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। বিপিএল ইতিহাসে তার ১৯ রানে ৭ উইকেটের স্পেল সবচেয়ে সেরা এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে এর অবস্থান তৃতীয়। বিপিএলে আজ (বৃহস্পতিবার) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন ওই নজির গড়েছেন। পরে রেকর্ডগড়া স্পেল উৎসর্গ করেছেন নিজের সন্তানকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আসলে দিনশেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা– এরা অনেক খুশি হয়। ডেফিনেটলি ওদের সাপোর্টটাও অনুপ্রেরণা দেয়। যেদিন আমি ভালো বোলিং (ভালো) করতে পারি না, সেদিন তাসফিন (ছেলে) অনেক মন খারাপ করে। আজকে আমি শিওর ও অনেক খুশি। তো এটা তাসফিনের জন্যই।’
আরও পড়ুন
নিজের বোলিং স্পেল ইতিহাসে স্থান পাওয়ার প্রসঙ্গে দুর্বার রাজশাহীর এই পেসার বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ফাস্ট বোলাররা ইম্প্রুভ করতেছি এবং অনেকেই রেকর্ড গড়ছে দেশে বা বাইরে। এটা খুবই ভালো সাইন। আমাদের যে উন্নতির ধারাবাহিকতা আছে সেটা বোঝা যাচ্ছে। আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বোলার হয়ে ক্যারিয়ার শেষ করা। যাতে অনেক উইকেট পাই এবং অনেক কন্ট্রিবিউশন থাকে দেশকে জেতানোর পেছনে, আমারও এটাই লক্ষ্য থাকে।’
টস হেরে আগে ফিল্ডিং পাওয়ায়ও পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে মনে করেন তাসকিন, ‘আমাদেরও প্ল্যান ছিল টস জিতলে আমরা বোলিং নেব। কারণ আজকের কন্ডিশনটা ঠান্ডা আর একটু হেজি ছিল। তো ভাবছিলাম বল মুভমেন্ট থাকবে এবং আমাদের জন্য ভালো হইছে। ওরা হয়তো ভাবছে ফ্ল্যাট উইকেটে ওরা বড় টোটাল করবে, পরে যা হইছে আলহামদুল্লিলাহ। সব বোলাররাই টস জিতলে বোলিং নিয়ে বাড়তি অ্যাডভান্টেজ নিতে চায়। তো আমরা উইকেটের হেল্পও পাইছি, এক্সিকিউশনও করতে পারছি।’
এসএইচ/এএইচএস