হাই-ভোল্টেজ লড়াইয়ে ফিল্ডিংয়ে রংপুর, একাদশে আজিজুল তামিম
এবারের আসরে প্রথমবারের মতো ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে আসরের অন্যতম শক্তিশালী দলের লড়াই। তাই উত্তেজনা ছড়াচ্ছে মাঠের বাইরেও।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
গত ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনেছে রংপুর। একাদশে জায়গা পেয়েছেন আজিজুল হাকিম তামিম। এই ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হচ্ছে তরুণ এই ব্যাটারের। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করে মূলত আলোচনায় এই অলরাউন্ডার।
বরিশালের একাদশেও পরিবর্তন এসেছে। রিপন মন্ডলের জায়গায় সুযোগ পেয়েছেন ইকবাল হোসেন ইমন। আজ বরিশালের জার্সিতে বিপিএলে অভিষেক হয়েছে এই পেসারের।
ফরচুন বরিশাল :
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, তানভীর ইসলাম, ইকবাল হোসেন ইমন।
রংপুর রাইডার্স :
অ্যালেক্স হেলস, তৌফিক খান, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, আজিজুল হাকিম তামিম, কামরুল ইসলাম, নাহিদ রানা, আকিফ জাভেদ।
এইচজেএস