প্রথমবার ব্যর্থ, তবুও লিভারপুল তারকাকে পেতে মরিয়া রিয়াল
ইনজুরি কবলিত স্কোয়াডে ডিফেন্সের একাধিক পজিশনে উপযুক্ত ফুটবলারের অভাববোধ করছে রিয়াল মাদ্রিদ। যা তাদের সাম্প্রতিক পরিসংখ্যানেও বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। সেই অভাব মেটাতেই বেশ কিছুদিন ধরে লিভারপুলের ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে রিয়াল মাদ্রিদ নিতে চায় বলে গুঞ্জন চলছে। ইতোমধ্যে প্রথম দফায় তাদের প্রস্তাব নাকি ফিরিয়ে দেয় অলরেডরা।
তবে এখনই হাল ছাড়ছে না স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল মাদ্রিদ আবারও আলেক্সান্ডার-আরনল্ডের জন্য নতুন প্রস্তাব প্রস্তুত করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই এই ইংল্যান্ড তারকাকে পেতে চায় লস ব্লাঙ্কোসরা। গত মৌসুমের লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা সান্তিয়াগো বার্নাব্যুতে আরও কিছু বড় নাম যুক্ত করারও পরিকল্পনা করছে।
সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ বলছে, এই মুহূর্তে আলেক্সান্ডার-আরনল্ডকে পেতে ২০ মিলিয়ন ইউরোর (২৫ মিলিয়ন ডলার) প্রস্তাব তৈরি করছে রিয়াল। ২০২৫ সালের মাঝামাঝিতে তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিভারপুলের, তবে কার্লো আনচেলত্তির দল সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে চায় না। তবে লিভারপুলও ইতোমধ্যে জানিয়ে দিয়েছে– তাদের ভূমিতে বড় হওয়া তারকাকে ছাড়তে রাজি নয়, ২০২৪-২৫ মৌসুমে আর্নে স্লটের ক্লাবটি বড় টাইটেল জেতার পথেই রয়েছে।
আরও পড়ুন
এ ছাড়াও শোনা যাচ্ছে– অলরেডরা আলেক্সান্ডার-আরনল্ডের সঙ্গে নতুন চুক্তি করতে চায় আগামী জুনের গ্রীষ্মকালীন উইন্ডোর আগে। অন্যদিকে, রিয়ালে থাকা ইংলিশ মিডফিল্ডার জ্যুড বেলিংহ্যামের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করছে স্প্যানিশ ক্লাবটি। যদিও এ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো ইতিবাচক সাড়ার ইঙ্গিত মেলেনি। তবে বলা হচ্ছে, আরনল্ড নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত!
আগামী জুনে লিভারপুলের তিন তারকা ফুটবলারের চুক্তির মেয়াদ ফুরাবে। আরনল্ড ছাড়া বাকি দুজনও (মোহামেদ সালাহ ও ভার্জিল ভন ডাইক) ক্লাবটির কিংবদন্তির পর্যায়ে উঠে গেছেন। তবে তিনজনকেই রেখে দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে অ্যানফিল্ডের ক্লাবে। ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর লিভারপুলের কোচিং শুরু করেন স্লট। তার অধীনে দারুণ ধারাবাহিক অলরেডরা। ৮ পয়েন্ট ব্যবধানে এখনও তারা ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে রয়েছে, এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে এখনও অপরাজেয় থাকার পাশাপাশি কারাবাও কাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে।
অন্যদিকে, বার্সেলোনা শেষ কয়েক ম্যাচে হোঁচট খাওয়া সত্ত্বেও লা লিগার শীর্ষে উঠতে ব্যর্থ রিয়াল। তবে তারা তিন পয়েন্ট ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপরেই (দুইয়ে) রয়েছে, এক (৪১) পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে, লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগে শোচনীয় দশায় রয়েছে, ২০ নম্বরে থাকা রিয়াল পরের রাউন্ডে ওঠা নিয়ে রয়েছে শঙ্কায়!
এএইচএস