বুমরাহকে ‘আটকাতে’ নতুন আইন করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!
সাম্প্রতিক সময়ে তিন সংস্করণের ক্রিকেটেই ব্যাটারদের জন্য আতঙ্কের নাম জাসপ্রিত বুমরাহ। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও অজি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন এই ডানহাতি পেসার। তার এমন অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
চলতি সিরিজে উইকেট শিকারির তালিকায় সবার উপরে আছেন বুমরাহ। ৪ টেস্টেই তিনি অজি ব্যাটারদের সাজঘরে ফিরিয়েছনে ৩০ বার। যেখানে উইকেট প্রতি তিনি খরচ করেছেন মাত্র ১২.৮৩ রান।
আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে সিরিজের শেষ টেস্ট। এর আগে গতকাল বুধবার সিডনির কিরিবিলি হাউজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও তার বাগদত্তা জোডি হেডেনের আয়োজনে নতুন বছরের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিল দুই দলের ক্রিকেটাররা।
এই আয়োজনে বুমরাহর বোলিংয়ের প্রশংসা করেছেন অ্যালবানিজ। মজার করে তিনি বলেন, 'আমরা এখানে একটি আইন পাস করতে পারি, সেই অনুযায়ী, তাকে (বুমরাহকে) বাঁ হাতে বা এক স্টেপ নিয়ে বল করতে হবে। তিনি যতবার বোলিংয়ে এসেছেন, ততবারই খুব ভয়ঙ্কর ছিলেন।'
এই সিরিজে বুমরাহ দুর্দান্ত বোলিং করলেও সুবিধা জনক অবস্থানে নেই ভারত। চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাই সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের। অন্যদিকে ড্র করলেও সিরিজ জিতবে অস্ট্রেলিয়া।
এইচজেএস