টি-টোয়েন্টির পরের অধিনায়ক হবেন কে?
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তব হয়নি। তবে নতুন বছরে এসে ঠিকই নেতৃত্বের ভার কিছুটা হলেও কমিয়ে নিয়েছেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক পদে আর থাকছেন না বাঁহাতি এই ব্যাটার।
নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে। যদিও বিসিবির সঙ্গে আলাপ সাপেক্ষে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হয়ে থাকবেন নাজমুল শান্ত। অবশ্য মার্চের আগে খেলা না থাকায় এখনই টি-টোয়েন্টি অধিনায়ক বাছাইয়ের জটিলতায় যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে আলোচনা থামছে না সহসাই। সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কের দৌড়ে এগিয়ে কারা এগিয়ে তা নিয়ে চলছে জোর আলাপ। সেখানে বেশ কয়েকজনের নামই শোনা যাচ্ছে ক্রিকেটপাড়ায়। সেই নামগুলোর মাঝে বলা যায় লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজের কথা।
যদিও সেই দৌড়ে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকছেন লিটন কুমার দাস। বর্তমানে ব্যাট হাতে ধুঁকতে হলেও উইকেটের পেছনে আর অধিনায়কত্বের দিক থেকে বেশ ছন্দে আছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অধিনায়ক ভূমিকা বেশ মুগ্ধ করেছিল ক্রিকেটভক্তদের। সিরিজ শেষে জানিয়েছিলেন, বিসিবি চাইলে তিনি পুরোদমে জাতীয় দলের নেতৃত্ব দিতেও প্রস্তুত।
মেহেদী হাসান মিরাজের নামও বিবেচনায় আছে। তবে টি–টোয়েন্টি দলে মিরাজের জায়গাটা এখনো শতভাগ নিশ্চিত না। যে কারণে কিছুটা পিছিয়ে আছেন তিনি। আলোচনায় তাসকিন আহমেদের নামও আছে। তবে কিছুটা চোটপ্রবণ এই পেসারকে মাঝেমাঝেই থাকতে হয় বিশ্রামে। তাই অধিনায়কের আলোচনা থেকে কিছুটা আগেভাগেই কাটা যাচ্ছে তার নাম।
আরও পড়ুন
সবকিছু ঠিক থাকলে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দেখতে পাবে তাদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ককে।
জেএ