ফিজিও ও কোচদের নাম এএফসিতে পাঠাল বাফুফে
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনও বাফুফেকে আর্থিক অনুদান প্রদান করে। এএফসির বাৎসরিক আর্থিক অনুদানের একটি অংশ ফেডারেশন প্যানেলভুক্ত কোচদের পেছনে ব্যয় করে। প্রতি বছর এএফসির অর্থায়নে বাফুফের কোচদের তালিকা প্রেরণ করতে হয়।
সাধারণত ৩১ ডিসেম্বরের মধ্যেই এএফসিতে কোচদের তালিকা পাঠাতে হয়। বাফুফে অবশ্য এক দিন বিলম্বে আজ পাঠিয়েছে। এবারের তালিকায় ১৮ জন কোচের পাশাপাশি দুই জন ফিজিও রয়েছেন বলে জানা গেছে। বিগত সময়গুলোতে শুধু কোচরাই থাকতেন তালিকায়। সাম্প্রতিক সময়ে অবশ্য ফিজিওরা অর্ন্তভুক্ত হয়েছেন।
২০০৫-০৬ মৌসুম থেকে এএফসির প্রজেক্টের অধীনে বাফুফে স্থানীয় কোচদের রাখছে। বিগত সময়গুলোতে সাইফুল বারী টিটু, সৈয়দ গোলাম জিলানী, মাহবুব হোসেন রক্সি, বায়েজিদ জোবায়ের আলম নিপুর মতো কোচরা ছিলেন এই প্রকল্পের আওতায়। পরবর্তীতে তারা ক্লাব কোচিংয়ে যাওয়ায় সেই স্থানে এসেছিলেন পারভেজ বাবু, পাপ্পুও কাজ করেছেন। সময়ের বিবর্তনে বাফুফের প্যানেলভুক্ত কোচের মান কমেছে। কারণ এখানে অনেক কোচরা আর্থিকভাবে সাবলম্বী হতে পারেন না। পল স্মলি যখন ট্যাকক্যিাল ডাইরেক্টর ছিল তখন কোচদের সম্মানী করোনা অজুহাতে কমানো হয়েছিল।
এএফসির অর্থায়নে বাফুফের প্যানেলভুক্ত কোচের মধ্যে রয়েছেন নারী দলের কোচিং স্টাফ মাহবুবুর রহমান লিটু, মাহমুদা আক্তার অনন্যা, মিরোনা। গত বছর সাময়িক চুক্তিভিত্তিক থাকা নারী গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলকে এবার এক বছরের জন্য নিয়েছে বাফুফে। নারী দলের কোচিং স্টাফ ছাড়া একাডেমী ও তৃনমূল পর্যায়ের জন্য কয়েকজন কোচ রয়েছেন। নারী দলের ফিজিও লিপা এবং এলিট একাডেমীতে কাজ করা আরেক ফিজিও সাকিবও আছেন এই তালিকায়।
নারী দলের কোচিং স্টাফ ছাড়া বাফুফের প্যানেলভুক্ত অন্য যারা কোচ রয়েছেন তাদের দক্ষতা ও যোগ্যতা খুব প্রমাণিত নয়। পারভেজ বাবুর মতো দক্ষ এবং যোগ্য কোচকে এবার বাফুফে চাইলে ফেরাত পারত। সেই রকম উদ্যোগ দেখা যায়নি।
বাফুফের বিগত কমিটির মেয়াদে এই কোচদের তালিকা চূড়ান্ত করত ডেভলপমেন্ট কমিটি। এবার সেটা করেছে ট্যাকনিক্যাল কমিটি। সেই কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য কামরুল হাসান হিল্টন বলেন, 'আমরা পর্যালোচনা করে তালিকা প্রস্তুত করেছি। যেটা এএফসিতে পাঠানো হচ্ছে। এখানে কোচ, গোলরক্ষক কোচ এবং ফিজিও রয়েছে।’
ট্যাকনিক্যাল কমিটি সম্প্রতি পূর্ণাঙ্গ হয়েছে। যদিও বাফুফে আনুষ্ঠানিক প্রকাশ করেনি। ট্যাকনিক্যাল কমিটির সভা এখনো হয়নি এবং ফলে কোচদের তালিকা সেখানেও উঠেনি। ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুই মূলত কোচদের পর্যালোচনা করেছেন। সেটার উপরই ট্যাকনিক্যাল কমিটির চেয়ারম্যান অনুমোদন দিয়েছেন। ট্যাকনিক্যাল কমিটির আনুষ্ঠানিক সভা না হলেও বাফুফে সভাপতি কমিটির চেয়ারম্যানের সঙ্গে সম্প্রতি কয়েক ঘন্টা কোচদের বিষয়ে আলোচনা করেছেন।
এজেড/এইচজেএস