এবার তাহলে শেষ হচ্ছে ধোনির আইপিএল অধ্যায়!
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএলে এখনও খেলছেন। কিন্তু এবার নিজেই জানিয়েছেন, তিনি আর আগের মতো ফিট নন। তাতে অনেকেরই ধারণা আগামী আইপিএল দিয়ে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
মাস কয়েক পরেই আইপিএলে খেলতে নামবেন ধোনি। এই নিয়ে ১৮তম বার আইপিএলে খেলবেন। তার আগে এক সাক্ষাৎকারে ধোনি বলেছেন, 'আমি আগের মতো ফিট নই। তাই যতটুকু ক্রিকেট খেলছি, তার জন্য কী খাচ্ছি তার ওপর অনেক পরিশ্রম করতে হয়। তবে এটা ঠিক, পেস বোলার নই বলে ওদের মতো কঠোর পরিশ্রম করতে হয় না আমাকে।'
টি-টোয়েন্টি ক্রিকেট মূলত তরুণদের খেলা, সেখানে কীভাবে ধোনি ৪৩ বছরেও খেলছেন? এ নিয়ে তিনি বলেন, 'খাওয়া এবং জিমে যাওয়ার মাঝে অনেক ধরনের খেলা খেলি। সময় পেলেই কোনো খেলা নিয়ে মেতে উঠি। সেটা টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন যে কোনো খেলা হতে পারে। এটাই আমাকে ফিট রাখতে সাহায্য করেছে। নিজের ফিটনেস ধরে রাখার এর চেয়ে ভাল উপায় খুঁজে পাইনি।'
ধোনির আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কেটে গেছে সাড়ে চার বছর। এ নিয়ে তিনি বলেছেন, 'ভেবেছিলাম আরো সময় পাব। দুর্ভাগ্যবশত সেই সময় আমার কাছে ছিল না। এখন আর দেশের হয়ে খেলা মিস করি না। আমি সব সময় বিশ্বাস করেছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা নিয়ে যথেষ্ট ভাবা উচিত। সিদ্ধান্ত নেওয়ার পর আর পুরোনো কথা ভেবে লাভ নেই। সৃষ্টিকর্তার আশীর্বাদে দেশের জন্য যা করতে পেরেছি তার জন্য আমি গর্বিত।'
খেলা ছাড়ার পরেও সময়টা ভালোই কাটছে ধোনির। নিজেই সে কথা জানিয়ে বলেছেন, 'আমার বেশ মজাই লাগছে। এখন বন্ধুদের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছি। মাঝেমাঝেই ছোট ছোট দূরত্বে মোটরবাইক নিয়ে ঘুরি। পরিবারকে সময় দিতে পারছি।'
এইচজেএস