এই প্রথম এত ম্যাচ ও জয় দেখল ক্রিকেটবিশ্ব
নতুন বছরে পা দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ফেলে আসা বছরে এই অঙ্গনে হয়েছে অনেক রেকর্ড, ঘটেছে আলোচিত-সমালোচিত ঘটনার উত্থান। গত ৩০ ডিসেম্বর একইদিনে শেষ হয়েছে তিনটি বক্সিং ডে টেস্ট। এ নিয়ে ২০২৪ সালে হয়েছে ৫২টি টেস্ট। যা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয়বার ম্যাচ সংখ্যায় ফিফটি পূর্ণ করার রেকর্ড। এ ছাড়া একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বক্সিং ডে-তে শুরু হওয়া তিনটি টেস্টে যথাক্রমে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা রোমাঞ্চকর জয় পেয়েছে। আবার ড্র হয়েছে আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মেলবোর্নে রেকর্ড গড়েছিল দর্শকরা। ৩ লাখ ৫০ হাজার ৭০০ দর্শক দেখেছে সেই ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ৩৩৪ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছিল ১৯৩৬-৩৭ অ্যাশেজে।
সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ ও টি-টোয়েন্টির রেকর্ড
২০২৪ সালে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি দুই জায়গাতেই ফরম্যাটটিতে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড হয়েছে। সবমিলিয়ে সংক্ষিপ্ত সংস্করণটিতে মোট ম্যাচ হয়েছে ১৬৬০টি। এর মধ্যে ৬৫৪টি ম্যাচ ছিল আন্তর্জাতিক পরিসরে। কেবল টি-টোয়েন্টিই নয়, গত বছর তিন সংস্করণের ক্রিকেটে সবমিলিয়ে ৮১১টি ম্যাচ হয়েছে। এই প্রথম ৮০০ ম্যাচের মাইলফলক পূর্ণ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে।
টেস্ট ও টি-টোয়েন্টিতে রেকর্ডের বছরে পিছিয়ে ছিল ওয়ানডে ফরম্যাট। অথচ এর এক বছর আগে ২০২৩ সালে সর্বোচ্চ ২১৮টি ওয়ানডে ম্যাচ হয়েছিল। অবশ্য তার কারণও রয়েছে, ওই বছর বিশ্বকাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। আর ২০২৪ সালে এই সংস্করণে ম্যাচ হয়েছে মাত্র ১০৪টি।
গত বছরে টি-টোয়েন্টিতে ২৪টি ম্যাচে ২৫০–এর বেশি রান হয়, এর মধ্যে আবার দুই ম্যাচে রান ৩০০ পেরিয়েছিল। ভারত এই সময়ে দীর্ঘ শিরোপাখরাও কাটিয়েছিল ফরম্যাটটি দিয়ে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার দল। যা ১৩ বছর পর তাদের কোনো আইসিসি শিরোপা এবং ১৭ বছর পর টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ।
আরও পড়ুন
টেস্ট ক্রিকেটে অবিস্মরণীয় বছর ২০২৪
গত বছর মোট ৫৩টি টেস্ট দেখেছে ক্রিকেট বিশ্ব। অথচ এর আগের বছর (২০২৩) হয়েছিল মাত্র ৩৪ টেস্ট। এর আগে টেস্ট ক্রিকেটে তিনবার ৫০টি ম্যাচ হওয়ার রেকর্ড দেখা গিয়েছিল। ২০০১ সালে ৫৫, ২০০২ সালে ৫৪ এবং সর্বশেষ বছর ২০২৪–এ ৫৩টি টেস্ট খেলছে আইসিসি পূর্ণ সদস্য দেশগুলো। এই বছর সর্বোচ্চ হাইস্কোরিং টেস্ট হয়েছে। এই সময়ে ওভারপ্রতি রানরেট ছিল গড়ে ৩.৬৫, যা টেস্টের ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া বোলারদের স্ট্রাইকরেট ছিল ৪৮.৬, যা ১১৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন।
এদিকে, সর্বোচ্চ টেস্ট খেলায় ২০২৪ সাল তিন নম্বরে থাকলেও, সফরকারী দলের সর্বোচ্চ টেস্ট ম্যাচ জয়ে বছরটি রেকর্ড গড়ে ফেলেছে। এই বছর সর্বোচ্চ ২১টি ম্যাচে জিতেছে সফরকারীরা। ৫২ ম্যাচের মধ্যে বাকি ২৮ ম্যাচ ড্র এবং ৩টি ম্যাচে এসেছে হার। এর আগে সফরকারী দল সর্বোচ্চ ১৯ টেস্ট জিতে ২০০৪ সালে, এ ছাড়া ২০২১ সালে ১৮, ২০০০ সালে ১৬ এবং ২০০১ সালে ১৬টি টেস্টে স্বাগতিকদের বিপক্ষে বিদেশি দল জয় পায়।
এএইচএস