দেশ ছাড়ার আগে বিশ্বকাপ নিয়ে যা বললেন বাংলাদেশের কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তবে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নারীরা। সুমাইয়া আক্তারেরর নেতৃত্বে এবার ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন বিশ্বকাপ।
অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন সারোয়ার ইমরান। মিরপুরে বিশ্বকাপের ফটোসেশনের পর ইমরান বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট, নারী উইংয়ের চেয়ারম্যান, তারা সবাই নারী ক্রিকেট নিয়ে কাজ করছেন। আমাকে সাহায্য করছেন। সে হিসেবে বলবো সামনে নারী ক্রিকেটের সুদিন আসছে। আমি আশা করছি নারী ক্রিকেট দ্রুত উন্নতি করবে। শুধু তিন দিনের খেলা না, সব ধরনের খেলাই খেলতে হবে।’
এবারের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়াও। গ্রুপ পর্বে জুনিয়র টাইগ্রেসদের বড় বাধা হতে পারে অজি মেয়েরা। তবে অস্ট্রেলিয়াকে বড় দল হিসেবে না দেখে, নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া।
তিনি বলেন, 'আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।'
'অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে… আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস