২০২৫ সালে ব্রাজিলের ম্যাচসূচি, কবে কার সঙ্গে খেলা
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৪ সালে নিজেদের স্বভাবজাত ছন্দ দেখাতে পারেনি। দীর্ঘ সময় অস্থায়ী কোচের অধীনে খেলা সেলেসাওরা স্থায়ী কোচ হিসেবে গত ৮ জানুয়ারি দরিভাল জুনিয়রকে দায়িত্বে বসায়। এরপর থেকে ব্রাজিল অম্ল-মধুর সময় কাটিয়েছে। দরিভালের অধীনে ব্রাজিল এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে, এর মধ্যে ৬টি জয়, ২ হার এবং ৭ ড্র।
কাঙ্ক্ষিত সাফল্য ও ছন্দ ধরে রাখতে না পারায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন টেবিলেও ব্রাজিল শীর্ষ তিনে নেই। সর্বশেষ নভেম্বরে তারা বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচেই ড্র–এর মধ্য দিয়ে বছর শেষ করেছে। ফিফার শেষ উইন্ডোতে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ম্যাচ দুটিতে ব্রাজিলের স্কোরলাইনও একই, ১-১। ফলে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে চতুর্থ স্থান থেকে এক ধাপ নিচে (পাঁচে) নেমে সেলেসাওরা ২০২৪ শেষ করল।
লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপের টিকিট কাটবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে-অফ। ব্রাজিল হয়তো শীর্ষ ছয়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে, তবে সেটি সর্বোচ্চ বারের চ্যাম্পিয়নদের ক্ষেত্রে ঠিক মানানসই নয়। এরভেতর আবার কোচ দরিভাল গত সেপ্টেম্বরে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণীই করেছেন। বলেছেন– ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল। যদিও ওই সময়ে জয়ের ধারাবাহিকতায় ফেরার পথ খুঁজছিল তার শিষ্যরা।
আরও পড়ুন
তবে ২০২৫ সালে ব্রাজিল ছন্দে ফেরার আশা দেখতে পারে তাদের প্রতিভাবান আক্রমণভাগের বদৌলতে। যদিও জাতীয় দলের জার্সিতে এখনও নিয়মিত ফর্ম দেখাতে পারছেন না ভিনিসিয়ুস জুনিয়র। এর বাইরে রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রদ্রিগো গোয়েসদের পাশাপাশি স্যাভিনিয়ো, ইগর জেসুস ও লুইস হেনরিকদের মতো তরুণরা আছেন। এ ছাড়া ইনজুরি কাটিয়ে ব্রাজিলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় আছেন সুপারস্টার নেইমার জুনিয়র। তবে ব্রাজিলের ডিফেন্স ও মিডফিল্ডের সকল পজিশনের উপযোগী পারফর্মার ঠিক করতে হবে পরবর্তী বিশ্বকাপের আগে।
২০২৫ সালে ব্রাজিলের সামনে এখন পর্যন্ত ৬টি ম্যাচের তারিখ নির্ধারিত রয়েছে। প্রতিটি ম্যাচই বিশ্বকাপ বাছাইপর্বের অধীন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে সেলেসাওরা খেলবে আগামী ২৬ মার্চ। তার আগে নেইমার-ভিনিদের বছর শুরু হবে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
২০২৫ সালে ব্রাজিলের ম্যাচসূচি
তারিখ | ম্যাচ | ম্যাচের ধরন |
২১ মার্চ (শুক্রবার) | ব্রাজিল বনাম কলম্বিয়া | বিশ্বকাপ বাছাইপর্ব |
২৬ মার্চ (বুধবার) | ব্রাজিল বনাম আর্জেন্টিনা | বিশ্বকাপ বাছাইপর্ব |
৫ জুন (বৃহস্পতিবার) | ব্রাজিল বনাম কলম্বিয়া | বিশ্বকাপ বাছাইপর্ব |
১০ জুন (মঙ্গলবার) | ব্রাজিল বনাম প্যারাগুয়ে | বিশ্বকাপ বাছাইপর্ব |
১০ সেপ্টেম্বর (বুধবার) | ব্রাজিল বনাম চিলি | বিশ্বকাপ বাছাইপর্ব |
১৫ সেপ্টেম্বর (সোমবার) | ব্রাজিল বনাম বলিভিয়া | বিশ্বকাপ বাছাইপর্ব |
এএইচএস