বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে যা বললেন ফারুক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে বোর্ডের পরিচালনা পর্ষদেও। যারা বিসিবির কার্যক্রমকে ঢেলে সাজানোর কথা বলে আসছেন শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ কিছু জায়গায় নতুনত্ব এসেছে।
বিপিএলে গত কয়েক আসরে আলোচিত ইস্যু ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো পরিশোধ না করা। পুরোনো সেই ইস্যু এবারও আছে। বিপিএলের ম্যাচ মাঠে গড়ালেও নির্ধারিত পরিমাণ টাকা পায়নি কোনো ক্রিকেটারই। তাতে আবারও সমালোচনার মুখে পড়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।
এ নিয়ে আজ বুধবার মিরপুর শের-ই-বাংলায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, 'একদম ডে ওয়ান থেকে যোগাযোগ করা তাদের বলা যে টাকাটা দিতে হবে। যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না।’
‘গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে আমার সবার তরফ থেকে। এর মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি।'
'কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের জন্য যাতে ফিল করে যে বোর্ড দেখবে। ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার। তারা কিন্তু টাকা খরচ করছে ক্রিকেটের উন্নয়নের জন্য।’-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস