ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ, এটাই কি ইতিহাসের সেরা?
হালের ক্রিকেটে সেরা ফিল্ডারদের তালিকায় উপরের দিকেই আছেন গ্লেন ম্যাক্সওয়েল। কেন তাকে সেরাদের কাতারে রাখা হয় তা আরো একবার প্রমাণ করলেন এই অজি। চলমান বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন তিনি।
ব্রিসবেনের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। প্রথম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন ডেন লরেন্স। ফুল লেংথের বলে লফটেড অন ড্রাইভে লং অনের ওপর দিয়ে হাঁকানোর চেষ্টা করেন উইল প্রেসটিজ। বল সীমানা দড়ির ওপারে চলে যায়, তবে বল শূন্যে থাকার সময়ই লাফ দিয়ে মাঠের বাইরে থেকে বল ভেতরে পাঠান ম্যাক্সওয়েল, এরপর সীমানার ভেতরে এসে সহজেই তালুবন্দি করেন।
আরও পড়ুন
খালি চোখে খানিকটা অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে দেখে পরিষ্কার বুঝা যায় আইসিসির নিয়মে এটা আউট। এটাকে ক্যাচ অব দ্য ইয়ার বলেছেন মাইকেল ভন। তার মতে, এমন ক্যাচ শুধু ম্যাক্সওয়েলকে দিয়েই সম্ভব! এমনকি তিনি এটাও বলেছেন যে, তার দেখা সেরা ক্যাচও এটি।
— KFC Big Bash League (@BBL) January 1, 2025
ভন বলেন, 'এই মৌসুমে আমরা বেশ কিছু দুর্দান্ত ক্যাচ দেখেছি, কিন্তু এটা ক্যাচ অব দ্য ইয়ার। আমরা দেখলাম, ম্যাক্সওয়েল শূন্যে উড়ছে এবং ফিরে এসে এমন কিছু করল যা শুধু ম্যাক্সওয়েলই করতে পারে। আমি মনে করি, এর চেয়ে ভালো ক্যাচ আমি দেখিনি। অবিশ্বাস্য ক্যাচ!'
আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে ব্রিসবেন। দলের হয়ে ৪৮ বলে অপরাজিত ৭৭ রান করেছেন ম্যাক্স ব্রায়ান্ট। তাছাড়া ২১ রান করেছেন পল ওয়াল্টার।
এইচজেএস