নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সোহান
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি… এরপর আছে ফ্র্যাঞ্চাইজ লিগ এবং ঘরোয়া ক্রিকেট। বর্তমান সময়ে ক্রিকেটে চাপ বেড়েছে এমনটা সত্য। বাড়ছে ক্লান্তি থেকে ইনজুরিতে আক্রান্তের সংখ্যা। খেলার এই জগতে যুক্ত হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নামের নতুন এক শব্দের। একজন খেলোয়াড়কে ঠিক কোন উপায়ে খেলানো হলে সেটা বাড়তি চাপ তৈরি করবে না– তাই এখানে মুখ্য আলোচ্য।
সদ্য পেরিয়ে আসা ২০২৪ সালে বাংলাদেশের বড় প্রাপ্তি গতিময় পেসার নাহিদ রানা। তার ওয়ার্ক লোডের ব্যাপারে চিন্তিত ভক্ত-সমর্থকরা। তবে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান কিছুটা যেন আশ্বস্তই করলেন গতকালের ম্যাচ শেষে। জানালেন নাহিদের যত্নের কথা, ‘আমার মনে হয় পেস বোলার যারাই থাকে, সবারই একটা সেটআপ থাকে কীভাবে নিজেকে মেইনটেইন করবে। একই সঙ্গে দল যেটা চাচ্ছে, ও ওটা দেওয়ার চেষ্টা করছে।’
সোহান বিশ্বাস করেন, পেসার হিসেবে নাহিদ রানা জানেন তার করণীয় ও যত্ন নিয়ে, ‘ও (রানা) খুব ভালোমতো জানে নিজের যত্ন কীভাবে নিতে হবে। অবশ্যই বিসিবি থেকে ফিজিও ট্রেনার সবাই মনিটরিং করছে। এটা আমার কাছে মনে হয় খুব বড় ইস্যু না। আমার কাছে মনে হয় এখন ওই দিন নাই যে, পেস বোলার যেভাবে গ্রো আপ হচ্ছে; সবাই সবারটা জানে কার কী করতে হবে।’
নাহিদকে নিয়ে দলের পক্ষ থেকে বার্তা নিয়ে সোহান বলেন, ‘ও ফ্রিলি বল করছে। ওর গতি আছে। নাহিদ ওর মতো বল করছে। ওর যখন কোনো কিছু নিয়ে দ্বিধা থাকে, আমার সঙ্গে শেয়ার করে। আমার কাছে মনে হয় ও ওর শতভাগ দেওয়ার চেষ্টা করছে। ভালো বল করছে। দুইটা ম্যাচ হলো, দল থেকে চাইবো ও যেভাবে একশভাগ দেওয়ার চেষ্টা করছে, এটাই দেওয়ার চেষ্টা করুক। প্রক্রিয়া অনুসরণ করুক।’
আরও পড়ুন
নাহিদ দলের এক্স ফ্যাক্টর কি না? এই প্রশ্নে সোহান আলাদা করলেন না কাউকে। বললেন দলের সবার কথাই, ‘আমি ব্যক্তিগত কোনো কিছু নিয়ে বলতে চাচ্ছি না। দল প্রতিটা খেলোয়াড়ের কাছ থেকে কীভাবে চাচ্ছে, সে কীভাবে ডেলেভারি দিতে পারছে... আজকে যেমন রানা পঞ্চম ওভারে এসেছে, উইকেট দরকার ছিল, এনে দিয়েছে। জিনিসটা এরকমই, প্রতিটা খেলোয়াড়ের কতটা চাচ্ছে, সে কতটুকু দিতে পারছে এবং দল এটা থেকে কতটুকু উপকৃত হচ্ছে; এটাই হলো গুরুত্বপূর্ণ। ’
এসএইচ/জেএ