দ্বিতীয় বিভাগ দাবায় চ্যাম্পিয়ন এসবিপি-এমএফ
দ্বিতীয় বিভাগ দাবা লিগে এসবিপি-এমএফ চ্যাম্পিয়ন হয়েছে। এসবিপি-এমএফ শিরোপা জিতেছে ৯ খেলায় ১৫ ম্যাচ পয়েন্ট পেয়ে। এসবিপি-এমএফ এর দাবাড়ুরা হলেন– মোহাম্মদ এনায়েত হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মো. মাসুম হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, জাবেদ আল আজাদ, তাহমিদুল হক ও সিয়াম চৌধুরী।
৯ খেলায় ১৪ ম্যাচ পয়েন্ট ও ২৬ গেম পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তৌসিফ এপারেলস চেস ক্লাব রানার্স-আপ ও কুষ্টিয়ার মনিং গ্লোরি চেস ক্লাব তৃতীয় হয়েছে। তৌসিফ এপারেলস চেস ক্লাবের দাবাড়ুরা হলেন– মো. আমিনুল ইসলাম, মুকিতুল ইসলাম রিপন, মো. মোতাকাব্বির, দেওয়ান শহিদুল আমিন, কাজী তাহেরুল ইসলাম ও শাওন চৌধুরী।
আজ শেষ রাউন্ডের খেলায় এসবিপি-এমএফ ৩-১ গেম পয়েন্টে গ্রাম্বিট চেস ক্লাবকে; তৌসিফ এপারেলস চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ চেস এরিনাকে; কুষ্টিয়ার মনিং গ্লোরি চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমিকে; বুয়েট সেকেন্ড ডিভিশন চেস এলায়েন্স-২০২৪ সোনারগাঁও চেস ক্লাবকে ২.৫-১.৫ গেম পয়েন্টে; চেস কোড একাডেমি ২.৫-১.৫ পয়েন্টে আফরোজ চেস একাডেমিকে; জেএমসিসি ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ ক্রাউন চেস ক্লাবকে ও গোয়লন্দ চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে গ্র্যান্ডমাস্টার চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে কুমিল্লার এম্বিশন চেস একাডেমির সঙ্গে ড্র করে।
খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পুরস্কার প্রদান করা হয়। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত এসপি মো. মাহবুবুর রহমান। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিভাগ দাবা লিগের সর্বনিম্ম স্তর। উন্মুক্ত এই লিগে নেই কোনো রেলিগেশন, তবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ আগামী বছর প্রথম বিভাগে খেলবে।
এজেড/এএইচএস