বোসিস্টো-অঙ্কনের ঝোড়ো ব্যাটিংয়ে খুলনার দুইশ পেরোনো স্কোর
প্রতিশ্রুতি ছিল আদর্শ উইকেটের। বিপিএলের প্রথম দিনে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা গিয়েছিল দারুণভাবে। উদ্বোধনী দিনের বিচারে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান উঠেছে গতকাল। বড় রানের সেই ধারা বজায় থাকলো দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও। চট্টগ্রাম কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন।
দুজনের ফিফটি পেরুনো ইনিংস খুলনা টাইগার্সকে দিয়েছে ২০৩ রানের বিশাল সংগ্রহ। খুলনার অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম বোসিস্টো নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিই পেয়েছেন এদিন। ৫০ বলে ৭৫ রান করে ছিলেন অপরাজিত। আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেকটা দূর। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় করেছেন ৫৯ রান।
শুরুতেই ঝড়ের আভাস দিয়েছিলেন খুলনার ওপেনার মোহাম্মদ নাইম। ১ চার ও ৩ ছক্কায় ২৬ রানের ইনিংস সাজিয়েছেন তিনি। যদিও ইনিংসটা বড় করা হয়নি তার। খুব বেশি বিধ্বংসী হওয়ার আগেই তাকে ফিরিয়েছেন আলিস আল ইসলাম। মেহেদি হাসান মিরাজ ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি। ওয়ানডে মেজাজে খেলে ১৮ বলে করেছেন ১৮ রান। টম ও'কনেলের হাতে ক্যাচ দিয়েছেন খালিদ আহমেদের বলে।
চারে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানও সুবিধা করতে পারেননি। ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন খালেদের বলে। আফিফ হোসেন ধ্রুবও হতাশ করেছেন। আলিসের বলে ফেরার আগে করেছেন ৭ রান।
বাকি ইনিংসটা কেবলই মাহিদুল ইসলাম অঙ্কনের। ১৭তম ওভারে শরিফুল ইসলামকে ৩ বার সীমানাছাড়া করেছেন। ইনিংস শেষ করেছেন ৬ ছক্কা দিয়ে। চার ছিল মোটে ১টি। তাকে অপরপাশে সঙ্গ দিয়েছেন বোসিস্টো। তিনি নিজেও চড়াও হয়েছেন চট্টগ্রামের বোলারদের ওপর। তাতেই খুলনা পেয়ে যায় ২০৩ রানের স্কোর।
জেএ