এক টেস্ট স্টেডিয়ামে বসে দেখল সাড়ে ৩ লাখ দর্শক
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা বাজারেও টেস্ট ক্রিকেটের আবেদন যে এতটুকুন কমে যায়নি সেটি আবারও প্রমাণ হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। বক্সিং ডে টেস্টে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড হলো।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার হাই-ভোল্টেজ টেস্ট দেখতে পাঁচ দিনে ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ হাজারেরও বেশি দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেছে, যা কোনো টেস্ট ম্যাচে দর্শক উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৩৭ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪, যা এতদিন পর্যন্ত রেকর্ড হয়ে ছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, গতকাল (সোমবার) শেষ দিন তথা পঞ্চম দিনের প্রথম সেশনেই ৫১ হাজার ২৭২ জন দর্শক মাঠে প্রবেশ করার মাধ্যমে আগের রেকর্ড ভেঙে যায়। ম্যাচের শেষ দিকে ওই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৪ হাজার ৩৬২ জনে।
এই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩৭ সালের জানুয়ারিতে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বে গঠিত অস্ট্রেলিয়া দলের ম্যাচ দেখতে যে সংখ্যক দর্শক উপস্থিতি হয়েছিল ২০২৪ বক্সিং ডে টেস্টে তা ছাড়িয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটি অবশ্য ছিল ৬ দিনের।
পাঁচদিনে এমসিজের দর্শক সংখ্যা ছিল অনেকটা এমন : ৮৭,২৪২, ৮৫,১৪৭, ৮৩,০৭৩, ৪৩,৮৬৭ ও ৭৪,৩৬২। শেষ দিন দর্শকদের সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে। এমনকি পার্কিংয়ে নিয়োজিত নিরাপত্তা কর্মীদেরও অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হয়েছে।
এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে ৯০,২৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন যা এখনো পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে আছে। এই বিশ্বকাপেই এই মাঠে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ দেখেছিল ৮২ হাজার ৫০৭ জন দর্শক।
প্রসঙ্গত, রোমাঞ্চকর মেলবোর্ন টেস্টে ১৮৪ রানের জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
এফআই