লিটন-মিঠুনদের আরও সময় দেওয়ার পক্ষে পাপন
সম্প্রতি ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না লিটন কুমার দাস। নিজের খেলা সবশেষ ৯ আন্তর্জাতিক ইনিংসে মোটে ১২৫ রান। ফিফটি মাত্র একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রানের খাতাই খুলতে পারেননি তিনি। একই দশা মিঠুনেরও নিজের খেলা সবশেষ ৯ আন্তর্জাতিক ইনিংসে ১৫৯ রান, অর্ধশতক একটি। তাদের নিয়ে সমালোচনা ঢের। তবে লিটন-মিঠুন খারাপ করলেও টিম ম্যানেজমেন্টের কথা মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের।
এতদিন নির্বাচক, অধিনায়ক, কোচেরা সমর্থন দিয়ে এসেছেন লিটন-মিঠুনদের। এবার খোদ বোর্ড সভাপতির সমর্থন পেলেন লিটনরা। যেখানে বিশ্বকাপ ভাবনায় থাকা এসব ক্রিকেটারদের আরও সময় দিতে বললেন পাপন।
আজ (রোববার) মিপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমার ভাবনাটা বাইরে থেকে যারা বলে তাদের সঙ্গে পুরোপুরি একমত। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে; লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন তিনজই আমাদের ভালো ক্রিকেটার। তারা ক্যাপেবল। অনেকেরই অনেক সময় খারাপ সময় যায়। আমি কথা বলে জেনেছি এটা আমাদের সেরা দল।’
সঙ্গে যোগ করেন পাপন, ‘ওরা আমাকে বলেছে এটা আমাদের বিশ্বকাপ স্কোয়াড। কিন্তু আপনারা পাত্তাই দিচ্ছেন না এই দলটাকে। ওরা বলছে এটাই ওদের সম্ভাব্য সেরা দল। তারপর আমি ভাবলাম এমন হচ্ছে কেন, মিডিয়ার সঙ্গে এতো পার্থক্য কেন? আমি দেখলাম ওরা উইন্ডিজ সিরিজে যারা পারফর্ম করেছে। সবাই আছে এ দলে। আমার কথা হচ্ছে সবার সবসময় একরকম ফর্ম যায় না। এটা আমাদেরকে মেনে নিতে হবে।’
মিঠুনকে নিয়ে আলাদা করে কিছু না বললেও লিটনের ব্যাটিং অর্ডার পরিবর্তন করলে সফলতা মিলবে বলে মনে করেন পাপন। এজন্য একদিনের ক্রিকেটে লিটনকে ৫ অথবা ৬ নম্বরে খেলানো যেতে পারে বলে জানান বোর্ড প্রধান।
পাপন বলেন, ‘আমার মনে হয় লিটন ৫-৬ নম্বরে ভালো, আমার ধারণা। এমনিতে টি-টোয়েন্টি ও ওপেন করতে পারে, তবে আমার ব্যক্তিগতভাবে মনেহয় ৫-৬ এ। এনিয়ে সবার সঙ্গে বসতে হবে। আমার মনেহয় এটা ঠিক হয়ে যাবে।’
টিআইএস/এমএইচ