টিকিট সংকট কাটাতে বিসিবির উদ্যোগ, কোথায় বসছে নতুন বুথ
যতই আক্ষেপের গল্প থাকুক, বিপিএল এখনো ভালোবাসেন দর্শক। সেটারই যেন প্রমাণ মিললো গতকাল। টিকিট না পাওয়ার হতাশা, ক্ষুব্ধ দর্শকদের হাঙ্গামা। স্টেডিয়ামের গেইট ভাঙচুর। বিপিএল শুরুর আগে খবরের শিরোনাম হয়েছে দর্শকদের এমন কাণ্ড। আর এসবের মূলে টিকিট কিনতে গিয়ে দুর্ভোগ।
অনেকের অভিযোগ, ব্যাংক ও বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। অনলাইনে টিকিট কেনা দর্শকেরাও কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢোকার সময় ভোগান্তিতে পড়েন।
সবমিলিয়ে টিকিটের দুর্ভোগ কমাতে নতুন এক বুথ থেকে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে বিসিবি। সোমবার রাতে বোর্ড জানিয়েছে, বিপিএলে আজকের ম্যাচ দুটির টিকিট কিনতে ইচ্ছুক ভক্তদের সুবিধার জন্য মিরপুর ১২–এর সিটি ক্লাব গ্রাউন্ড সংলগ্ন একটি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। বুথ খোলা থাকবে সকাল ৮টা থেকে।
Additional Ticket Booth for BPL 2025 Matches on 31 December For the convenience of the fans wishing to purchase tickets...
Posted by Bangladesh Cricket : The Tigers on Monday, December 30, 2024
এ ছাড়া মিরপুর শেরেবাংলার ইনডোর–সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে। তবে আজ ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।
বিপিএলে মঙ্গলবার বছরের শেষ দিনে মাঠে লড়বে খুলনা টাইগার্স–চিটাগং কিংস এবং রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স। এদিন রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি।
আরও পড়ুন
দুটি ম্যাচেরই শুরুর সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচ শুরু দুপুর ১২টায় আর দিনের দ্বিতীয় ম্যাচ বিকেল ৫টায় শুরু হবে।
জেএ