জিমিদের হারিয়ে সবুজদের বিমানবাহিনী চ্যাম্পিয়ন
প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বিমানবাহিনী। আজ বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ নৌবাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে বিজয় দিবস হকিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিমান বাহিনী।
নৌবাহিনীতে জাতীয় হকি দলের তারকা ও সিনিয়র কয়েকজন খেলোয়াড় রয়েছেন। বিশেষ করে রাসেল মাহমুদ জিমির মতো খেলোয়াড় আছেন নৌবাহিনীতে। এরপরও বিমানবাহিনীর অপেক্ষাকৃত তরুণরা দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতেছেন।
নৌবাহিনীর ডিফেন্ডার ফরহাদ আহমেদ শীতুল ৫১তম মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার তাসিন আলীকে অব দ্য বল আঘাত করে দেখেন লাল কার্ড। নৌবাহিনী আশরাফুল ইসলামের ড্র্যাগ অ্যান্ড ফ্লিকের উপর নির্ভরশীল এটি মাথায় রেখে পেনাল্টি কর্নার না দেয়ার ব্যাপারে বিমানবাহিনীর ডিফেন্স শুরু থেকেই সতর্ক ছিল। নৌবাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে বিমান বাহিনীর ডিফেন্ডারদের কঠিন মার্কিংয়ের মাঝে রাখাও ছিল বিমান বাহিনীর সাফল্যের আরেক কৌশল।
ম্যাচের চার মিনিটে জয়ের দূরন্ত স্টিক ওয়ার্ক থেবে বল পান রকিবুল। আনমার্ক রকিবুল গোল করতে ভুল করেননি। সাত মিনিট পর কৃষ্ণ কুমারের রিভার্স হিটে বিমানবাহিনীর লিড ২-০ তে নিয়ে যান। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুল ইসলাম ব্যবধান কমিয়ে আনেন। এটি তার ১১তম গোল, টুর্নামেন্ট সর্বোচ্চ গোলদাতাও তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক মেহরাব হাসান সামিন তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে বিমানবাহিনীর লিড বাড়িয়ে ৩-১ করেন। ৩৭ মিনিটে মাইনুল ইসলাম কৌশিক এবং ৪৭ মিনিটে ফরহাদ আহমেদ শিতুলের দুর্দান্ত গোলে নৌবাহিনী খেলায় ৩-৩ সমতা আনে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে রাকিবুল হাসানের দুটি গোল বিমান বাহিনীকে নিয়ে যায় জয়ের দ্বার প্রান্তে। ম্যাচের শেষ মিনিটে জিমির গোলটি স্কোরলাইনকে ৫-৪ হলেও সঙ্গে সঙ্গে আম্পায়ারের শেষ বাশি বাজলেও জয় উল্লাসে মাতে বিমানবাহিনী।
বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান, স্পন্সর প্যারাগন গ্রুপের প্রতিনিধিসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এজেড/এইচজেএস