বিপিএলে দর্শকদের প্রতিদিন বাইক জেতার সুযোগ, যা করতে হবে
রাত পোহালেই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দিনভর টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরেছেন ক্রিকেট ভক্তরা। অপেক্ষা আছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনের জন্য। ৫ই আগস্ট পরবর্তী সময়ে দায়িত্বে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বলেছিলেন এবারের বিপিএলে দর্শকদের জন্যেও থাকছে ভিন্ন কিছু।
সেই ভিন্ন কিছুর মাঝে বিনামূল্যে পানি পানের বুথ করার কথা আগেই শোনা গিয়েছিল। এবারে দর্শকদের জন্য এলো আরো বড় কিছু। চলমান বিপিএল আসরে প্রতিটি ম্যাচডেতে একটি করে ই-বাইক জেতার সুযোগ থাকছে মাঠে আসা দর্শকদের জন্য। বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
লিগ পর্বের প্রতিটি ম্যাচডেতে সুযোগ থাকছে একজন করে দর্শকের রেভো ই-বাইক জেতার। দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে র্যাফেল ড্র এর মাধ্যমে বেছে নেয়া হবে একজন সৌভাগ্যবান বিজয়ীকে।
*Win a Revoo Bangladesh Electric Bike at the BPL Raffle Draws 2025!* This BPL season just got more exciting! Be...
Posted by Bangladesh Cricket : The Tigers on Sunday, December 29, 2024
প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
আরও পড়ুন
উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হওয়া এই বিপিএলে খেলা মাঠে গড়াবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাঠে খেলা গড়াবে ২৪ ম্যাচডেতে। ২৪ দিনই থাকছে দর্শকদের জন্য এমন ব্যবস্থা।
জেএ